আপনি কি WBSEDCL এর গ্রাহক? রয়েছে আনন্দের খবর, জেনে নিন এখনি

WBSEDCL




সম্প্রতি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব UNESCO-র হেরিটেজ তকমা পেল । দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দিয়ে UNESCO জানাল ধর্ম এবং শিল্পের মেলবন্ধন দুর্গাপুজো। বাধা দূর করে সবাই মিলিত হয় এই উৎসবে, তাই হেরিটেজ তকমা। আর এরই মাঝে বাঙালিদের জন্য আরও একটি আনন্দের খবর আনলো WBSEDCL

রাজ্যের এই বিদ্যুৎ সরবরাহ কোম্পানির গ্রাহকদের বিদ্যুৎ বিলে এবার থেকে ব্যবহার হবে বাংলা ভাষা। অর্থাৎ বাঙালি তাঁর নিজের ভাষাতেই এবার থেকে পাবে বিদ্যুৎ বিলের কাগজ। আরও পড়ুনঃ Aadhaar-Voter ID link- নিজেই করুন বাড়িতে বসে মাত্র ১ মিনিটে



কোম্পনির এক চিঠিতে বলা হয়েছে, আপাতত বিধাননগর ডিভিশনের কৃষ্ণপুর এবং ভানগর ডিভিশনের সারবেরিয়াতে পাইলট প্রজেক্ট হিসাবে বাংলা ভাষায় বিদ্যুৎ বিল দেওয়ার কাজ চলবে।

এই দুই কেন্দ্রে পাইলট প্রজেক্ট সফল ভাবে কাজ করলেই সমগ্র রাজ্যেই বিদ্যুৎ বিল বাংলা ভাষায় দেওয়া শুরু হবে।

রান্নার প্রতি আগ্রহ আছে, তাহলে অবশ্যই নীচের ছবিটিতে ক্লিক করুন- 

আরও পড়ুনঃ রাজ্যের ২ হাজারটি স্কুলে ICT কম্পিউটার ইনস্ট্রাক্টর ( Coordinator) নিয়োগের নোটিশ জারি