কত নম্বরের পরীক্ষা হবে মাধ‍্যমিক টেস্টে? ঘোষনা পর্ষদের



HS EXAM 2022 & XI



করোনাকালে দীর্ঘদিন যাবৎ ছুটি কাটিয়ে অবশেষে নবম থেকে দ্বাদশের ক্লাস আরম্ভ হয়েছে। ইতিমধ‍্যে, মাধ‍্যমিক ও উচ্চ মাধ‍্যমিকের পরীক্ষা সূচি ঘোষনা হয়েছে। তবে পরীক্ষার আগে স্কুলে স্কুলে টেস্ট পরীক্ষা নিতেই হবে। পর্ষদের তরফে ১৩ই ডিসম্বর থেকে ২৪শে ডিসেম্বরের মধ‍্যে টেস্ট পরীক্ষা শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।




কিভাবে হবে পরীক্ষা? কত নম্বর করেই বা থাকবে? ইত‍্যাদি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এর মধ‍্যেই পর্ষদ সভাপতি কল‍্যানময় বন্দোপাধ‍্যায় জানিয়ে দিলেন মাধ‍্যমিকের টেস্ট পরীক্ষার প্রতিটি বিষয়ে প্রশ্ন হবে ১০০ নম্বরে। পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “প্রতি বিষয়ে আমাদের ৯০ নম্বর করেই টেস্ট হয়। এবারও তাই হবে।” আরও পড়ুনঃ Exclusive Report: ভাইরাল কাঁচা বাদামের শিল্পীর সাথে মুখোমুখি সংবাদ একলব্য




পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবে নির্দিষ্ট স্কুল। উত্তরপত্র দেখার দায়িত্বও স্কুলের। প্রতিদিন পরীক্ষা মিটলে প্রশ্নপত্র মেল করে পর্ষদে পাঠাতে হবে। বাছাই করা প্রশ্ন নিয়ে টেস্ট পেপার তৈরি করবে পর্ষদ। ইতিমধ‍্যে টেস্ট পরীক্ষা নিয়ে যেমন তৎপর স্কুলগুলি তেমনি ছাত্রছাত্রীও প্রস্তুতি নিতে ব‍্যস্ত।