কোন ধর্মগ্রন্থ নয়, সংবিধান ছুঁয়ে বিয়ে করলেন এক নব দম্পতি

shruti saxena vijay kumar



পাত্র বিজয় কুমার ও পাত্রী শ্রুতি সাক্সেনা চেন্নাইয়ের একটি বেসরকারি সংস্থায় কর্মসুত্রে পরিচিত ছিলেন, সেই পরিচয় থেকেই প্রেমে জড়ান তারা। সম্প্রতি বিবাহ বন্ধনেও আবদ্ধ হয়েছেন বিজয়-শ্রুতি জুটি। তবে তাদের বিয়ে আর দশজনের বিয়ের মতন বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যদিয়ে কিংবা অগ্নি সাক্ষী রেখে হয়নি।


তাহলে কীভাবে হলো এই বিয়ে! ভারতীয় সংবিধান ছুঁয়ে বিজয় ও শ্রুতি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে বৈবাহিক জীবনের। একসাথে পথচলার অঙ্গীকার করেছেন সংবিধান ছুঁয়ে।




শুধু বিয়ে নয় বিজয়-শ্রুতি জুটি তাদের বিয়েতে উপহার গ্রহণের ক্ষেত্রেও তৈরি করেছেন একটি ব্যতিক্রমী উদাহরণ। নবদম্পতিকে আশীর্বাদ করতে দামি উপহারসামগ্রীর বদলে অতিথিদের রক্তদানের আবেদন করেন তারা। সেই আবেদনকে মাথায় রেখে রিসেপশনে বসানো হয় রক্তদান ক্যাম্প। নিজেরাও করেন রক্তদান।


বিজয় ও শ্রুতির এই বিয়ের কাহিনী এখন স্যোসাল মিডিয়ায় রিতিমতন ভাইরাল। অভিনব এই চিন্তাধারা নজর কেড়েছে নেটিজেনদের।