Latest News

6/recent/ticker-posts

Ad Code

তৃণমূলের গৃহলক্ষ্মী প্রকল্পে তীব্র কটাক্ষ চিদিম্বরমের পাল্টা মহুয়ার

তৃণমূলের গৃহলক্ষ্মী প্রকল্পে তীব্র কটাক্ষ চিদিম্বরমের পাল্টা মহুয়ার




লক্ষ্মীর ভান্ডারের আদলেই গৃহলক্ষ্মী স্কিম ক্ষমতায় এলেই গোয়াতেও চালু করবে তৃনমূল। তৃণমূলের তরফে আনুষ্ঠানিক ভাবেই এই ঘোষণা করে দেওয়া হল৷ একুশের নির্বাচনের আগে বাংলায় ক্ষমতায় এলে মহিলাদের মাসে পাঁচশো টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তৃনমূল। আর সেই মতোই ক্ষমতায় আসার পর শুরু হয়ে গিয়েছি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এবার গোয়াতেও একই প্রতিশ্রুতি তৃণমূলের। তবে এক্ষেত্রে একটু আলাদা।





তৃণমূলের ঘোষণা অনুযায়ী, ক্ষমতায় এলে গোয়ায় পরিবার পিছু একজন করে মহিলা মাসিক পাঁচ হাজার টাকা করে ভাতা পাবেন৷ ক্ষমতায় আসার একশো দিনের মধ্যে তৃণমূল এই প্রকল্প বাস্তবায়িত করবে বলে প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে৷




এই ঘোষনার পরেই গৃহলক্ষ্মী স্কিম নিয়ে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। টুইটারে তিনি লেখেন, ‘ক্ষমতায় এলে গোয়ায় সাড়ে ৩ লক্ষ গৃহকর্ত্রীকে মাসে ৫ হাজার টাকা। তৃণমূলের প্রতিশ্রুতি অনুযায়ী বছরে ২ হাজার ১০০ কোটি টাকা প্রয়োজন। ২০২০-র মার্চ পর্যন্ত গোয়ার ঋণের বোঝা ২৩ হাজার ৪৭৩ কোটি টাকা। এই অঙ্কের জন্য অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপ্য। ঈশ্বর গোয়াকে রক্ষা করুন।’




পাল্টা জবাব মহুয়া মৈত্রর। চিদম্বরমকে উদ্দেশ্য করে তৃণমূল সাংসদ ট্যুইটে লেখেন, ‘মাননীয় চিদম্বরম, গোয়ার সাড়ে ৩ লক্ষ পরিবারকে ৫ হাজার টাকা অর্থাৎ যা রাজ্যের মোট বাজেটের ৬-৮ শতাংশ। যা বাস্তবায়িত করা সম্ভব। কোভিড-পরবর্তীকালে মানুষের হাতে নগদ টাকার জোগান সুস্থ অর্থনীতির লক্ষণ।’

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code