ডুয়ার্সের উত্তর ধুপঝোরায় হাতির হানায় ভাঙলো ঘর, আতঙ্কে এলাকাবাসী





জলপাইগুড়ি,জয়ন্ত বর্মন :: 


ডুয়ার্সে হাতির হানায় একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত নতুন কিছু নয় কোথাও ঘরবাড়ি কোথাও চাষের জমি ক্ষতিগ্রস্ত অব্যাহত।

শনিবার রাতে উত্তরধুপঝোরার আজগর পাড়ায় বুনো হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হল একটি বাড়ি। তবে অল্পের জন্য রক্ষা পেল ঐ পরিবারটি। জানা গিয়েছে শনিবার রাত ১১ টা নাগাদ পার্শ্ববর্তী পানঝোরা জঙ্গল থেকে একটি দাতাল হাতি বেড়িয়ে আসে ওই এলাকায়।রেজ্জাক ইসলামের বাড়ির ভিতরে ঢুকে যায়। হাতিটি তাদের রান্না ঘর গুঁড়িয়ে দিয়ে সাবাড় করে ঘরে মজুদ খাদ্যদ্রব্য। ওই সময় তারা বাড়ি থেকে পালিয়ে প্রাণে বাঁচেন। 



এরপর হাতিটি আরো কয়েকটি বাড়ির বেড়া ভেঙে দেয়। এরপরই স্থানীয় বাসিন্দারা টের পেয়ে বাইরে থেকে বোমপটকা ফাটালে ভয় পেয়ে হাতিটি জঙ্গলে ফিরে যায়।বাসিন্দাদের অনুমান এই হাতিটাই বৃহস্পতিবার মঙ্গলবাড়ি এলাকায় দুই ব্যক্তিকে পিষে মেরে ফেলে।ওই হাতিটিকে নিয়ে আতঙ্কিত ওই এলাকার জনগণ।



নিয়মিত হাতিটি রাত্রে বের হচ্ছে বলে বাসিন্দারা জানান।শুক্রবার রাত্রেও উত্তর ধুপঝোরা এলাকায় তান্ডব চালায় হাতিটি।খুনিয়া স্কোয়াড সূত্রে জানা যায়,নিদিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ দেওয়া হবে।