ওমিক্রন (Omicron) রুখতে স্বাস্থ্য দফতরের কড়া নির্দেশিকা

Omicron



দেশে দ্রুত গতিতে বাড়ছে ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা। যা নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রীও। এমনকি এই পরিস্থিতিতে রাজ্যে স্কুল-কলেজ (School-College) খোলা থাকবে কিনা তা খতিয়ে দেখতে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)।


বুধবার সাগরে প্রশাসনিক বৈঠকে তিনি জানান, ‘কোভিডের তৃতীয় ঢেউ ফের শুরু হয়েছে। ওমিক্রন বাড়ছে। এই অবস্থায় স্কুল ,কলেজ খোলা থাকবে কিনা তা দেখতে হবে। মাধ্যমিক পরীক্ষাও রয়েছে। পরিস্থিতির উপর নাজর রাখতে হবে। সংক্রমণের সংখ্যা বাড়লে প্রয়োজনে আবার স্কুল, কলেজ বন্ধ করে দিতে হবে।’


এমন অবস্থায় বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য কড়া ব্যবস্থা গ্রহণ করেছে স্বাস্থ্যদপ্তর। ওমিক্রন (Omicron) সংক্রমণ ঠেকাতে এবার বিদেশ ফেরত যাত্রীদের জন্য আরও কড়া বিধিনিষেধ জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর৷ এবার থেকে বিদেশ ফেরত প্রত্যেককে সবমিলিয়ে ২২ দিন হোম আইসোলেশনে (Home Isolation) থাকতেই হবে৷ এমন কি, করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও এই নির্দেশিকা মানতে হবে৷



করোনার শুরু থেকে বিদেশ ফেরত যাত্রীদের বিমানবন্দরে আরটিপিসিআর টেস্টের ব্যবস্থা ছিলই৷ তবে পরীক্ষার ফল নেগেটিভ এলে আর সেভাবে কোনও বিধিনিষেধ মানতে হত না যাত্রীদের৷ কিন্তু এবার থেকে বিমানবন্দরে করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলেও প্রথম দফায় ৮ দিন বাড়িতে নিভৃতবাসে (Home Isolation) থাকবে হবে বিদেশ ফেরত যাত্রীদের৷ আট দিনের মাথায় বিদেশ ফেরত যাত্রীদের ফের আরটি- পিসিআর টেস্ট করাতে হবে৷

এই পরীক্ষার ফল নেগেটিভ এলেও অবশ্য নিস্তার মিলবে না৷ করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলেও আরও ১৪ দিন বিদেশ ফেরত যাত্রীদের হোম আইসোলেশনে (Home Isolation) থাকতেই হবে৷