চির প্রতিপক্ষ ক্লাবের খেলোয়াড়কে সাহায্যের হাত বাড়িয়ে দিল এসটিএস ক্লাব




ধূপগুড়ি, জয়ন্ত বর্মন



এক সময় যে ক্লাব ছিল চরম প্রতিপক্ষ,আজ সেই ক্লাবের দুঃস্থ ও মেধাবী খেলোয়াড়ের পাশে দাঁড়ালো ধূপগুড়ির এসটিএস ক্লাব। ধূপগুড়ি নবজীবন সংঘ ও এসটিএস ক্লাব এরা একে অপরের চির প্রতিপক্ষ। খেলার ময়দান হোক কিংবা উৎসবের মরসুম এই দুই ক্লাবের বিবাদ প্রায় সকল ডুয়ার্সবাসীর জানা। একটা সময় ছিল যখন এই দুই ক্লাবের বিবাদের জেরে স্তব্ধ হয়ে যেত ধূপগুড়ি। তবে সেসব আজ অতীত। পুরনো বিবাদ ভুলে চায়ের দোকানের ঠেকে এই দুই ক্লাবের সদস্যদের এখন একসাথে দেখা যায়। এবার আরো একধাপ এগিয়ে চির প্রতিপক্ষ ক্লাবের খেলোয়াড়কে সাহায্যের হাত বাড়িয়ে দিল এসটিএস ক্লাব। 



কিছুদিন আগে আমাদের নিউজ পোর্টালে সম্প্রচারিত হয় ধুপগুড়ির মেধাবী ব্যাডমিন্টন খেলোয়াড় কৃষ দে প্যারা ন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলতে যাচ্ছে। যেটা কিনা ধুপগুড়ির কাছে গর্বের বিষয়। ধুপগুড়ি নবজীবন সংঘের ব্যাডমিন্টন একাডেমির ছাত্র কৃষ। বিশেষভাবে সক্ষম কৃষ, তবে তারই খেলার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক প্রতিবন্ধকতা। আর এই খবর ছড়িয়ে যাওয়ার পরেই একের পর এক সংস্থা যোগাযোগ করে কৃষের সাথে। তারা ক্রিসকে আর্থিক সাহায্য তুলে দেয়। 



সেইমতো বৃহস্পতিবার সন্ধ্যায় ধুপগুড়ি এসটিএস ক্লাব এর তরফ থেকে কৃশের হাতে ১০০০০ টাকার আর্থিক সাহায্য তুলে দেয়া হয়েছে। পাশাপাশি ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয় এই মেধাবী খেলোয়াড়কে। এসটিএস ক্লাবের কর্মকর্তারা আশাবাদী ধুপগুড়ি নবজীবন সংঘের এই খেলোয়াড় গোটা রাজ্যের মুখ উজ্জ্বল করবে।