Latest News

6/recent/ticker-posts

Ad Code

দক্ষিন আফ্রিকা সফরে যাচ্ছে ভারত, দেখুন পরিবর্তী ক্রীড়াসূচি

দক্ষিন আফ্রিকা সফরে যাচ্ছে ভারত, দেখুন পরিবর্তী ক্রীড়াসূচি 



একদিকে করোনার নয়া ওমিক্রণের আতঙ্ক অন‍্যদিকে ভারতের দক্ষিন আফ্রিকা সফর। অবশেষে বোর্ড এজিএমের পর দক্ষিন আফ্রিকা সফরে ভারত যাচ্ছে বলেই জানিয়েছে বিসিসিআই। ক্রিকেট সাউথ আফ্রিকার তরফে কোহলিদের দক্ষিণ আফ্রিকা সফরের পরিবর্তিত সূচি ঘোষণা করা হল।




পরিবর্তিত ক্রীড়াসূচি অনুযায়ী ভারতীয় দল বক্সিং ডে টেস্ট (২৬ ডিসেম্বর) দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করবে।



টেস্ট:

১ম টেস্ট: ২৬ ডিসেম্বর, ২০২১, সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্ক

২য় টেস্ট: ৩রা জানুয়ারী, ২০২২, জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে

৩য় টেস্ট: ১১ই জানুয়ারী, ২০২২, কেপ টাউনের নিউল্যান্ডস




ওয়ান ডে:

১ম ওয়ান ডে: ১৯ জানুয়ারী, ২০২২, বোল্যান্ড পার্ক

২য় ওয়ান ডে: ২১ জানুয়ারী, ২০২২, বোল্যান্ড পার্ক

৩য় ওয়ান ডে: ২৩ জানুয়ারি, ২০২২, কেপ টাউন

পূর্বনির্ধারিত ক্রীড়াসূচিতে শেষ মুহূর্তে রদবদল করে টি২০ সিরিজ আপাতত বাদ দেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code