Latest News

6/recent/ticker-posts

Ad Code

ওমিক্রন আতঙ্ক ! আগামী ১ মাসের জন্য বন্ধ হলো ফ্রান্সের নাইটক্লাব

ওমিক্রন আতঙ্ক ! আগামী ১ মাসের জন্য বন্ধ হলো ফ্রান্সের নাইটক্লাব 

omicron


প্যারিস: ফ্রান্সের প্রধানমন্ত্রী সোমবার বলেছেন- দেশের নাইটক্লাবগুলিকে এই সপ্তাহান্তে চার সপ্তাহের জন্য বন্ধ করার নির্দেশ দেওয়া হবে। ইতিমধ্যে  কোভিড ঢেউ মোকাবেলা করার জন্য  হাসপাতালগুলিকে গুরুতর চাপের মধ্যে ফেলেছে। 


জিন কাস্টেক্স বলেছেন - স্কুলছাত্রদেরও কঠোর সামাজিক দূরত্ব এবং মাস্ক ব্যবহার করতে হবে। কারন ফ্রান্সে  তরুণদের মধ্যে সংক্রমণের হার বেড়েছে। তিনি আরও বলেছেন- 'সাম্প্রতিক সময়ে আমাদের সকলেরই করোনা প্রতিরোধ ব্যবস্থা গ্রহনে ঢিলেঢালা ভাব ছিলো।' 

অপরদিকে ফ্রান্সের সরকারও  সাধারণ জনগণের জন্য কঠোর ব্যবস্থা আরোপ করা বা অ-টিকাবিহীনদের লক্ষ্যবস্তু করা বন্ধ করে দিয়েছে, যেমনটি সাম্প্রতিক দিনগুলিতে অন্যান্য বেশ কয়েকটি দেশ করেছে।

এদিকে ফ্রান্সে নাইটক্লাব গুলো বন্ধ রাখার সিদ্ধান্তে ক্ষোভ ব্যক্ত করেছেন ক্লাব মালিকরা। তাঁদের বক্তব্য- অন্যান্য প্রতিষ্ঠান গুলো যেখানে ভীর হয় তা বন্ধ না করে আমাদের  লক্ষ্য করা হচ্ছে। বছরের শেষ এবং নতুন বছরের শুরুর আনন্দ উদযাপন সেই সমস্ত প্রতিষ্ঠান গুলিতেও হবে। এভাবে আমাদের আর্থিক সঙ্কটের মধ্যে ফেলা দেওয়া হচ্ছে। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code