Latest News

6/recent/ticker-posts

Ad Code

ছাত্র-ছাত্রীদের বিদ্যালয় মুখী করতে বাড়ি বাড়ি ছুটছেন শিক্ষকরা

ছাত্র-ছাত্রীদের (students) বিদ্যালয় (school)  মুখী করতে বাড়ি বাড়ি ছুটছেন শিক্ষকরা (teachers)


বিদ্যালয়



সোমবার দুপুর থেকে ছাত্র ছাত্রীদের স্কুলমুখী করতে অভিনব উদ্যোগ গ্রহণ করলো শিক্ষকরা। উল্লেখ্য দীর্ঘ দিন পর করোনা আবহ কাটিয়ে রাজ্যের উচ্চ বিদ্যালয় গুলির নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের ক্লাস শুরু হয়েছে। তবে এখনো বহু ছাত্র ছাত্রী দীর্ঘদিন ধরে বিদ্যালয় না যাওয়ার ঘোর কাটাতে না পেরে বিদ্যালয়ে উপস্থিত হচ্ছে না।


সেই কারণে আজ খট্টিমারী সুকান্ত বিদ্যাপিঠের শিক্ষকরা খট্টিমারী,দাস পাড়া, কামারটারী সহ বিভিন্ন এলাকার ছাত্র ছাত্রীদের বাড়িতে গিয়ে বিদ্যালয়ে আসার আহবান জানিয়েছেন।


এছাড়াও ছাত্র ছাত্রীদের অভিভাবকদের সাথে কথা বলেন এবং ছাত্র ছাত্রীদের বিদ্যালয়ে পাঠানোর অনুরোধ জানান।


এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক পার্থ প্রতিম সাহা, সহকারী শিক্ষক আজিজুল হাকিম,জাফর নুরা সাদিক,বিপ্লব অধিকারী,সুভাষ রায়, শিক্ষিকা প্রমীলা দাস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code