স্কুল-কলেজ বন্ধের পথে হাঁটছে রাজ‍্য? স্পষ্ট করলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়


mamata banerjee


স্কুল-কলেজ বন্ধের পথে হাঁটছে রাজ‍্য? স্পষ্ট করলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়। গতকালকেই মুখ‍্যমন্ত্রী বলেছিলেন, রাজ‍্যে করোনা সংক্রমণ বাড়লে বন্ধ করতে হতে পারে স্কুল কলেজ। আর তারপরেই শুরু হয়েছে গুঞ্জন। চিন্তার ভাঁজ কপালে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক অভিভাবকদের। এরপরেই আজ স্পষ্ট বার্তা মুখ‍্যমন্ত্রীর।




মুখ‍্যমন্ত্রী স্পষ্ট জানালেন পরিস্থিতির ওপর নির্ভরশীল হবে সবকিছু। এখনি কোনো চিন্তা ভাবনা নেই। রাজ্যের ওমিক্রন-পরিস্থিতি (Omicron) নিয়ে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) বলেন, "সামনে বর্ষবরণ, পরিস্থিতির ওপর নজর রাখছি। করোনা সংক্রমণ বেড়েছে, কোভিড বিধি মেনে চলার অনুরোধ করছি। ওমিক্রন আক্রান্তরা ব্রিটেন থেকে বেশি আসছেন। কলকাতায় সংক্রমণ বাড়ছে, কারণ বিদেশ থেকে বহু মানুষ আসছেন।''




পাশাপাশি মমতা বন্দোপাধ‍্যায় বলেন, "যে দেশগুলিতে সংক্রমণ বেশি, সেখানে পদক্ষেপ করা উচিত। নজর রাখা উচিত আন্তর্জাতিক বিমানগুলিতে।'' আরও পড়ুনঃ New Year 2022 ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা , Digital Greetings free download 




পাশপাশি গঙ্গাসাগর মেলার প্রসঙ্গ টেনে মুখ‍্যমন্ত্রীর স্পষ্ট বার্তা কোভিড বিধি মেনে চলতে হবে সকলকে্য তাঁর দাবি, গঙ্গাসাগর মানুষের মেলা, তাই আটকাতে পারব না। লোকাল ট্রেন চলাচলের ব্যাপারে পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে।