Ration Card, West Bengal Food Department, Food Department এবার রেশন কার্ডেও নমিনি, করতে হবে Nominee Form Fillup 

Ration Card



আপনার পরিবারের লোকেরাও তুলতে পাবে রেশন। আর সে কারনে এখন থেকে রেশন কার্ডের নমিনি (nominee) করাবার ব্যবস্থা করতে চলেছে খাদ্য দফতর-এমনটাই সূত্রের খবর।


বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ খাদ্য দফতরের তরফে এক বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনও ব্যক্তি যদি রেশন তুলতে যেতে অপারগ হন, সঙ্গে তাঁর রেশন কার্ডের সঙ্গে আঁধার কার্ডের লিঙ্কও না করা থাকে, তা হলে সেই ব্যক্তিকে কোনওভাবেই রেশন পাওয়া থেকে বঞ্চিত করা যাবে না। তাই নতুন এই পদক্ষেপ করা হচ্ছে। ওই নির্দেশিকা অনুযায়ী, একজন ব্যক্তি দু’জন করে নমিনি করতে পারবেন। নমিনি হওয়া ব্যক্তিরা ওই ব্যক্তির বদলে রেশন তুলতে পারবেন।


মূলত বয়স্ক ও শয্যাশায়ী ব্যক্তিদের কথা মাথায় রেখেই এই প্রকল্প শুরু করা হচ্ছে বলেই খাদ্য সূত্রে খবর।


তবে আপাতত তিন মাসের জন্য পরীক্ষামূলকভাবে এই পদক্ষেপে কাজ করবে খাদ্য দফতর। আরও পড়ুনঃ Breaking News: করোনার টিকা না নিলে বের হওয়া যাবে না বাড়ি থেকে, হতে পারে ৫০০ টাকা জরিমানা


আননন্দবাজার পত্রিকা অনলাইন এর খবর অনুসারে "বিজ্ঞপ্তির পাশাপাশি, দু’পাতার একটি নমিনি ফর্মও প্রকাশ করা হয়েছে। সেই ফর্ম মারফত আবেদনকারীরা আবেদন করতে পারবেন। তবে বেশকিছু শর্তও দেওয়া হয়েছে। বলা হয়েছে, যে ব্যক্তি বা ব্যক্তিবর্গকে নমিনি করা হবে, তাঁদের যেন রেশন কার্ডের সঙ্গে আঁধার লিঙ্ক করা থাকে। আবার পরিবারের বাইরের কোনও ব্যক্তিকে নমিনি করা হলে, তাঁর সঙ্গে নমিনি করা ব্যক্তির পরিবারের কোনও সদস্য সঙ্গে এলে রেশন দেওয়া হবে। পরিবারের সদস্য না এলে রেশন দেওয়া যাবে না। সঙ্গে যাঁকে নমিনি করা হবে, তিনি যেন সংশ্লিষ্ট রেশন দোকানের কার্ডধারী হন।"


তবে অনেকে মনে করছেন এই প্রক্রিয়ায় জটিলতা বৃদ্ধি পাবে।