বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছোট পোশাক, টাইট জিন্স, জিন্স টি-শার্ট, মেকআপ - একগুচ্ছ আচরনবিধি লাগু- student dress code
Islamabad : ছাত্রছাত্রীদের জন্য পোশাকবিধি চালু করল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি বিশ্ববিদ্যালয়। মাসখানেক আগে সে দেশের ফেডারেল ডিরেক্টরি অফ এডুকেশন এই মর্মে নোটিসও জারি করেছিল।
সেই নোটিশ মোতাবেক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ছাত্ররা আর চাপা , টাইট জিন্স, ছেঁড়া জিন্স , রংচটা জিন্স, প্রচুর পকেটওয়ালা ট্রাউজার পরতে পারবেন না। এমনকি টি-শার্টে লেখা থাকবে না কোনও বার্তা।
সেদেশের বিভিন্ন সংবাদে প্রকাশ, ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার ফয়সলাবাদের টোবা টেক সিং সাব ক্যাম্পাসে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে।
শুধু পোশাক নয় এছাড়াও চপ্পল, চটিজুতো, বান্দানা, টুপি, দুল, যেকোনও রকমের ভেস্ট, লম্বাচুল, পনিটেল, হাতের ব্যান্ড, ব্রেসলেটের উপরেও বসেছে নিষেধাজ্ঞা।
এখন থেকে ছোট পোশাক, টাইট জিন্স, জিন্স টি-শার্ট, ভারী গয়নাগাটি পরে মেকআপ করে কলেজে আসতে পারবেন না ছাত্রীরা।
শুধু ছাত্রছাত্রী নয়, বাদ পড়েননি শিক্ষক-শিক্ষিকারাও। শিক্ষিকাদের উপরে পোশাকবিধি জারি করে বলা হয়, তাঁরা জিন্স ও টাইটস পরতে পারবেন না এবং শিক্ষকরাও জিন্স ও টি-শার্ট পরতে পারবেন না। অশিক্ষক কর্মীদেরও এই নিয়মাবলী অনুসরণ করতে হবে।
প্রসঙ্গত এর আগে খাইবার পাখতুন খাওয়ারের দুটি বিশ্ববিদ্যালয় এই নিয়ম জারি করেছিলো।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊