Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা আক্রান্ত রিয়া কপূর ও তাঁর স্বামী চিত্র পরিচালক কর্ণ বুলানি

 করোনা আক্রান্ত রিয়া কপূর ও তাঁর স্বামী চিত্র পরিচালক কর্ণ বুলানি




করোনা আক্রান্ত রিয়া কপূর ও তাঁর স্বামী চিত্র পরিচালক কর্ণ বুলানি। প্রযোজক রিয়া কপূর (Rhea Kapoor) ও তাঁর স্বামী চিত্র পরিচালক কর্ণ বুলানি (Karan Boolani) আপাতত নিজেদের আইসোলেশনে রেখেছেন । অভিনেতা অনিল কপূরের মেয়ে প্রযোজক রিয়া কপূর এদিন নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করে করোনা আক্রান্ত হওয়ার খবর জানান।




ভিরে ডি ওয়েডিং প্রযোজকের ইন্সটায় লিখেছেন, “হ্যাঁ, আমি অত্যন্ত সতর্ক থাকা সত্ত্বেও কোভিডের জন্য ইতিবাচক। কিন্তু এটাই মহামারীর প্রকৃতি। নিশ্চিত নই কেন আমার বা কারও ব্যক্তিগত স্বাস্থ্য তথ্য সংবাদ বা গসিপ। এই তথ্যগুলি শুধুমাত্র সরকার এবং চিকিৎসা সংস্থাগুলির জন্য হওয়া উচিত যাতে তারা তাদের কাজ করতে পারে এবং গসিপ সাইটে নয়৷ এটা আক্রমণাত্মক এবং অদ্ভুত। আমার স্বামী এবং আমি বিচ্ছিন্ন এবং সমস্ত নির্ধারিত ওষুধ এবং সতর্কতা নিচ্ছি।"



সম্প্রতি বলিউডে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত কয়েকদিনের মধ্যেই করোনায় আক্রান্ত হলেন বেশ কিছু বলিউড তারকা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code