পাকিস্তানের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপকে (PK Whatsapp Group) ঘিরে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়িতে
পাকিস্তানের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপকে (whatsapp group) ঘিরে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়িতে। মূলত বেকার যুবক যুবতী ও করোনাকালে কর্মহীনদের সংযুক্ত করা হচ্ছে এই গ্রুপে বলে অভিযোগ
জলপাইগুড়ি শহরের এক যুবককে ওই গ্রুপে সংযুক্ত করা হলে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। শনিবার দুপুরে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় ছুটে আসেন স্বপন দাস নামে ওই যুবক। কোতোয়ালি থানার সাইবার সেলে বিষয়টি জানান তিনি।
স্বপন দাস বলেন, এদিন সকালে মোবাইল ফোন খুলতেই তিনি দেখতে পান কেবিসি নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হয়েছে তাকে। গ্রুপটি খতিয়ে দেখতে গিয়ে তিনি বুঝতে পারেন ওই গ্রুপের অ্যাডমিন পাকিস্তানের কোনও ব্যক্তির। এছাড়া আরও কয়েকটি বিদেশি নম্বর রয়েছে।
জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ অফিসার তাকে ওই গ্রুপ থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন।
#gb whatsapp #gbwhatsapp download #gb whatsapp download #gbwhatsapp apk #gb whatsapp apk #gb whatsapp apk download #fm whatsapp #gb whatsapp pro #gbwhatsapp
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊