কোচবিহার শাল বাগানে পিকনিক-সহ একাধিক বিষয়ে নিষেধাজ্ঞা জারি বন দপ্তরের





চলছে পিকনিকের মরশুম। প্রতি বছর কোচবিহার জেলার বিভিন্ন শাল বাগান গুলিতে পিকনিকে মজে ওঠে। কিন্তু সেই সুযোগ তো থাকছেই না পাশাপাশি আরো কয়েকটি বিষয়ে নিষেধাজ্ঞা জারি করলো বন দপ্তর।




ভারতীয় বন আইন, ১৯২৭ এর ২৯ নং ধারা অনুযায়ী কোচবিহারের একাধিক শালবাগান সংরক্ষিত বনভূমি বলে জানিয়েছে কোচবিহার বন দপ্তর। পাশাপাশি ১৯৮০ এর ২নং ধারা অনুযায়ী বন ব‍্যতীত অন‍্যকোনো উদ্দ‍্যেশে বন ব‍্যবহার করা নিষিদ্ধ বলে জানিয়ে একাধিক বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।




যে সকল বিষয় নিষিদ্ধ:

কবর স্থান রুপে ব‍্যবহার

বনভোজন বা বনভোজনের স্থান রুপে ব‍্যবহার

আগুন জ্বালানো

বর্জ‍্যদ্রব‍্য ফেলা বা জমা করা

মদ‍্যপান

মাইক বা ডিজে বাজানো




শুধু নিষেধাজ্ঞাই নয় নিষেধাজ্ঞার পাশাপাশি আইন ভাঙলে ১০০০ টাকা আর্থিক জরিমানা অথবা কারাবাস আবার উভয়ও হতে পারে বলে সতর্ক করা হয়েছে।