দিনহাটা-সহ অন্যান্য পুরসভার ভোট নিয়ে হাইকোর্টে তারিখ জানালো কমিশন
সদ্য শেষ হয়েছে কলকাতা পুরভোট। বিপুল জয়ে কলকাতা পৌরসভা দখল করেছে তৃণমূল কংগ্রেস। এখন সকলের নজর বাকি পৌরসভা ভোটের দিকে। বকেয়া পুরসভাগুলির কবে ভোট করানো সম্ভব, নির্বাচন কমিশনকে সে সংক্রান্ত তথ্য জমার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই নির্দেশ মেনে বৃহস্পতিবার হলফনামা জমা দিল রাজ্য নির্বাচন কমিশন।
রাজ্য নির্বাচন কমিশন হাইকোর্টে হলফনামায় আজ বাকি পুরসভা ভোটের দিনক্ষণ জানিয়েছে। হলফনামায় জানায়, মোট দু’দফায় ভোট করানো সম্ভব। প্রথম দফায় ভোট হবে ২২ জানুয়ারি। দ্বিতীয় দফায় আগামী ২৭ ফেব্রুয়ারি। প্রথম দফায় বিধানগর, চন্দননগর, আসানসোল, শিলিগুড়ি, হাওড়ার ভোট হবে। দ্বিতীয় দফায় বাকি সমস্ত পুরভোট করার ভাবনা।
এদিকে, হাওড়া ও বালি নিয়ে রাজ্যপাল ধনকড়ের সম্মতিতে আশাবাদী রাজ্য। কিন্তু হাওড়া ও বালি পুরসভার পৃথকীকরণ বিলে এখনও সই করেননি রাজ্যপাল জগদীপ ধনকড়। ফলে এখনও ঝুলছে হাওড়া পুরভোটের ভাগ্য।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊