ঠ্যালা দিয়ে বিমান সরাচ্ছেন যাত্রীরাই,  ভাইরাল ভিডিও 

airplane


চার চাকার গাড়ি ঠেলে স্টার্ট ধরাতে কমবেশি অনেকেই দেখেছেন, কিন্তু কখনো দেখেছেন বিমান ঠেলতে! এমনই এক দৃশ্য ঘিরে স্যোসাল মিডিয়ায় শোরগোল পরে গেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা গেল তেমনই এক দৃশ্য। গতকাল বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

নেপালের কোল তীর বাজুরা বিমানবন্দরে অবতরণের সময় দেশটির বেসরকারি বিমান সংস্থা তারা এয়ারের একটি বিমানের পেছনের টায়ার ফেটে যায়। এজন্য বিমানটি রানওয়েতেই আটকে যায়। একই সময়ে রানওয়েতে আটকে থাকা ওই বিমানের কারণে আরেকটি বিমান অবতরণ করতে না পেরে আকাশেই উড়ছিল। বিষয়টি লক্ষ্য করে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের সঙ্গে যাত্রীরাও বিমানটিকে সরাতে হাত লাগায়। ওই সময়কার ফুটেজে দেখা গেছে, প্রায় ২০ জনের মতো মানুষ বিমানটিকে ঠেলা দিয়ে সরিয়ে নিচ্ছে।

স্যোসাল মিডিয়ায় এই দৃশ্যের ভিডিও শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।