শিল্পপতি রতন টাটাক সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করল অসম সরকার
শিল্পপতি রতন টাটাক সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করল অসম সরকার। ক্যান্সার (Cancer) চিকিৎসায় রাজ্যে পরিকাঠামো উন্নতির জন্য টাটা ট্রাস্টকে (Tata Trust) সর্বোচ্চ নাগরিক সম্মান অসম বৈভব প্রদান করার কথা জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
২০১৮ সালে ফেব্রুয়ারি মাসে অসম-গ্লোবাল ইনভেসমেন্ট (Assam Gloval Investment) শীর্ষ সম্মেলনে টাটা ট্রাস্ট অসম সরকারের সঙ্গে মউ (Memorandum of Understanding) স্বাক্ষর করে। সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে ১৯টি ক্যান্সার কেয়ার ইউনিট গড়ে তোলে টাটা ট্রাস্ট।
মুখ্যমন্ত্রী ট্যুইটারে লেখেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ক্যান্সার চিকিৎসায় অবদানের জন্য সর্বোচ্চ নাগরিক সম্মান অসম বৈভব রতন টাটাকে প্রদান করা হল।
গত ২ ডিসেম্বর অসম দিবসের দিন এই সর্বোচ্চ সম্মানের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। যা আগে অসম রত্ন নামে ছিল তা চলতি বছর সেপ্টেম্বর মাসে অসম বৈভব নাম দেয় হিমন্ত বিশ্ব শর্মার সরকার।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊