Latest News

6/recent/ticker-posts

Ad Code

M.A. পাস মাছ ফেরিওয়ালা- শুনালেন মাছ ব্যবসার বিভিন্ন পরিকল্পনার কথা

M.A. পাস মাছ ফেরিওয়ালা- শুনালেন মাছ ব্যবসার বিভিন্ন পরিকল্পনার কথা 

fishe  business



M.A. পাস মাছ ফেরিওয়ালা । অভাবের তাড়নায় এই ছবি জলপাইগুড়িতে। অভাবের তাড়নায় এম এ পাস করা ছাত্রের এখন রাস্তায় রাস্তায় বিক্রি করতে হচ্ছে মাছ।

তবুও অন্য ছেলেদের জন্য কিছু করতে চায় সুভাষ উন্নয়ন পল্লী এলাকার বাসিন্দা এম এ পাস ছাত্র সফিকুল ইসলাম।

তার বাবা অনেক কষ্ট করে ছেলেকে উচ্চ শিক্ষিত করেছিলেন।ভেবেছিলেন একটি ভালো চাকরি বা ভালো কাজ পাবে । কিন্তু কোন ধরনের কাজ না পেয়েই বাধ্য হয়ে তার ছেলে সফিকুল রাস্তায় রাস্তায় মাছ বিক্রি করতে হচ্ছে।

যদিও সফিকুল এম এ পাশ করার পর এস এসসি পরীক্ষায় বসেছিলেন। কিন্তু চাকরীর সুযোগ হয়নি। তাই বাধ্য হয়ে ফেরি করে বিক্রি করছে মাছ।

সকাল থেকে শুরু হয় তার মাছ ফেরির ব‍্যবসা। কখনও এক কিলোমিটার আবার কখনও দশ কিলোমিটার ছুটে ব‍্যবসা শুরু করে সে। যদিও এই কাজ ইচ্ছা না থাকলেও নিজের ও পরিবারের জন্য করতে বাধ্য হচ্ছে।

যদিও এখন সে মাছ ব্যবসাকে এক নতুন রূপ দিতে চাচ্ছে। আসুন শুনে নেই তার পরিকল্পনার কথা-

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code