Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভাল্লুক আতঙ্ক কাটিয়ে দেড় কোটি টাকা লাভের মুখ দেখল জলপাইগুড়ি জেলা বই মেলা

ভাল্লুক আতঙ্ক কাটিয়ে দেড় কোটি টাকা লাভের মুখ দেখল জলপাইগুড়ি জেলা বই মেলা

জলপাইগুড়ি জেলা বই মেলা



৬ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পযর্ন্ত জলপাইগুড়ি জেলা বই মেলা অনুষ্ঠিত হয়েছিল fdi বিদ্যালয়ের খেলার মাঠে।

প্রথম দিনেই ভাল্লুক আতঙ্কের জন্য মেলা বন্ধ করে দেওয়া হয়েছিল। যদিও তার পরের দিন থেকেই সেই আতঙ্ক ভুলে জলপাইগুড়ি জেলা বই মেলাতে অসংখ্য মানুষের ভিড় শুরু হয়েছিল।

বিভিন্ন বই এর স্টলগুলোতে পাঠকরা তাদের পছন্দের সব ধরনের বই এর সম্ভার পেয়ে খুশি হয়েছিল। বই বিক্রি এই বার রেকর্ড ছুঁয়েছে বলে জানিয়েছে বই মেলা কমিটির যুগ্ম আহ্বায়ক অঞ্জন দাস ।

অঞ্জন দাস বলেন করোনার পর জলপাইগুড়ি বাসী কোথাও তাদের পছন্দের জায়গা খুজে পাচ্ছিলেন না।তাই এখানে এসে পছন্দের বই পেয়েছে। ফলে বিক্রি খুবই ভাল হয়েছে বলে তিনি জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code