Food & Supplies Jobs: খাদ্য ও সরবরাহ বিভাগে নিয়োগের বিজ্ঞপ্তি জারি
দক্ষিণ দিনাজপুরে খাদ্য ও সরবরাহ বিভাগে ১৩টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।বাছাই করা প্রার্থীদের দক্ষিণ দিনাজপুরের একাধিক খাদ্য ও সরবরাহ বিভাগের অফিসে নিয়োগ করা হবে। সেই ক্ষেত্রে সর্বোচ্চ ৬ মাসের ভিত্তিতে হবে নিয়োগ। DATA ENTRY OPERATOR পদে নিয়োগ হবে।
প্রার্থীকে স্নাতক হতে হবে। চাকরিপ্রার্থীদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে ৬ মাসের সার্টিফিকেট কোর্স ছাড়াও এমএস অফিস , ইমেল বা ইন্টারনেট সম্পর্কে জ্ঞান ও মিনিটে ৩০টি শব্দ টাইপের গতি থাকতে হবে চাকরিপ্রার্থীর। সরকারি সেক্টর হলে ৩ বছর ও বেসরকারি ক্ষেত্র হলে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরিপ্রার্থীদের বয়স ১৮-৪০ বছরের মধ্যে হতে হবে। পরীক্ষার দিন, সময় ও কেন্দ্র সম্পর্কে https://ddinajpur.nic.in -এ ভিজিট করুন। চাকরিপ্রার্থীদের deofsdd2021@gmail.com এই ইমেল আইডিতে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা, কাস্ট , বয়সের প্রমাণপত্র দিয়ে করতে হবে আবেদন।
9 মন্তব্যসমূহ
Good information
উত্তরমুছুনখুব ভালো খবর
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনInformative news
উত্তরমুছুনGood news.
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনGood
উত্তরমুছুনImportant information
উত্তরমুছুনGood
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊