শ্যুটিং চলাকালীন বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার ও অভিনেতা অর্জুন চক্রবর্তী
ইকো পার্কের কাছে ওয়েব সিরিজের চলছিল শ্যুটিং। আর শ্যুটিং চলাকালীন অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar) ও অভিনেতা অর্জুন চক্রবর্তীকে ধাক্কা মারে বেপরোয়া বাইক। গুরুতর আহত অভিনেত্রী।
স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে ওয়েব সিরিজ মহাভারত মার্ডারের অ্যাকশন দৃশ্যের শ্যুটিং চলছিল ইকো পার্কের কাছে রাস্তায়। অভিযোগ, আউটডোর শ্যুটিং চলাকালীন কর্ডন ভেঙে মত্ত বাইক চালক অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকারকে ধাক্কা মারেন।
ঘটনায় পায়ে গুরুতর চোট পান অভিনেত্রী। আজ ভোরে তাঁকে মুকুন্দপুর আমরি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। হাসপাতাল সূত্রে খবর, ডান পায়ে দুটি হাড় ভেঙেছে প্রিয়ঙ্কার। রয়েছে বড়সড় ক্ষতও। অভিযুক্ত বাইক চালককে গ্রেফতার করেছে পুলিশ। বাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রিয়ঙ্কা দুর্ঘটনার কবলে পড়া মাত্র হাসপাতালে ছুটে গিয়েছেন 'প্রাক্তন' স্বামী রাহুল। প্রিয়ঙ্কার শারীরিক অবস্থার কথা জানিয়ে রাহুল বললেন, 'প্রিয়ঙ্কার মতো শক্তিশালী মেয়ে কমই আছে। ওর পায়ে প্লেট বসাতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু ওর যা মনের জোর, তাতে আশা করছি খুব তাড়াতাড়িই ও সুস্থ হয়ে যাবে।'
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊