Food & Supplies Jobs: খাদ্য ও সরবরাহ বিভাগে নিয়োগের বিজ্ঞপ্তি জারি

Food & Supplies Jobs




দক্ষিণ দিনাজপুরে খাদ্য ও সরবরাহ বিভাগে ১৩টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।বাছাই করা প্রার্থীদের দক্ষিণ দিনাজপুরের একাধিক খাদ্য ও সরবরাহ বিভাগের অফিসে নিয়োগ করা হবে। সেই ক্ষেত্রে সর্বোচ্চ ৬ মাসের ভিত্তিতে হবে নিয়োগ। DATA ENTRY OPERATOR পদে নিয়োগ হবে।



প্রার্থীকে স্নাতক হতে হবে। চাকরিপ্রার্থীদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে ৬ মাসের সার্টিফিকেট কোর্স ছাড়াও এমএস অফিস , ইমেল বা ইন্টারনেট সম্পর্কে জ্ঞান ও মিনিটে ৩০টি শব্দ টাইপের গতি থাকতে হবে চাকরিপ্রার্থীর। সরকারি সেক্টর হলে ৩ বছর ও বেসরকারি ক্ষেত্র হলে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।



চাকরিপ্রার্থীদের বয়স ১৮-৪০ বছরের মধ্যে হতে হবে। পরীক্ষার দিন, সময় ও কেন্দ্র সম্পর্কে https://ddinajpur.nic.in -এ ভিজিট করুন। চাকরিপ্রার্থীদের deofsdd2021@gmail.com এই ইমেল আইডিতে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা, কাস্ট , বয়সের প্রমাণপত্র দিয়ে করতে হবে আবেদন।