কোন কোন প্রকল্প থাকছে এবারের দুয়ারে সরকারে ? জেনে নিন
রাজ্যে ফের 'দুয়ারে সরকার' আগামী বছরের জানুয়ারির শুরুতেই শুরু হবে। নবান্ন এবারের দুয়ারে সরকার কর্মসূচিতে কি কি প্রকল্প থাকছে তার বিস্তারিত গাইড লাইন দিয়ে নির্দেশিকা জারি করল। কয়েকটি নতুন প্রকল্পও অন্তর্ভুক্ত করা হয়েছে এবারের দুয়ারে সরকার কর্মসূচিতে।
নতুন প্রকল্প হিসেবে মৎস্যজীবী ক্রেডিট কার্ড,আর্টিশন ক্রেডিট কার্ড ও অন্তর্ভুক্ত করা হয়েছে। এক নজরে দেখে নিন যাক কোন কোন প্রকল্প থাকছে।
এবারের দুয়ারে সরকার কর্মসূচিতে খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, জাতিগত শংসাপত্র, শিক্ষাশ্রী, তপশিলি বন্ধু, রুপশ্রী, কন্যাশ্রী, মানবিক, লক্ষ্মীর ভান্ডার, জয় জোহার, কৃষক বন্ধু, কিষান ক্রেডিট কার্ড,১০০ দিনের কাজ, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ঐক্যশ্রী, ব্যাংকিং সংক্রান্ত বিষয় (বিশেষত আধারের সঙ্গে ব্যাংক একাউন্ট লিংক করে দেওয়া),আধার সংক্রান্ত সমস্ত কাজ, মিউটেশন সংক্রান্ত কাজ, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, আর্টিসান ক্রেডিট কার্ড, ওয়েবার ক্রেডিট কার্ড, কিষান ক্রেডিট কার্ডের সুবিধা পাবে রাজ্যবাসী। আরও পড়ুনঃ এবার রেশন কার্ডেও নমিনি, দুজনের নামে করা যাবে Nominee Form Fillup
ইতিমধ্যেই নবান্নের তরফে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে প্রত্যেকটি পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটির ওয়ার্ডে ক্যাম্প করে করে এই প্রকল্প করতে হবে। সরকারি আধিকারিকরাই শুধুমাত্র এই প্রকল্পের কাজ করতে পারবেন। অন্যদিকে নবান্ন সূত্রে খবর এবারের দুয়ারে সরকার শিবিরে কারিগরি শিক্ষা দপ্তরের "আমার কর্মদিশা" নামে একটি অ্যাপ কে যুক্ত করা হবে।
11 মন্তব্যসমূহ
ফালতু সব, কোনো কাজ হচ্ছেনা। শুধুমাত্র প্রথম ক্যাম্পে কিছু কিছু কাজ হয়েছিল, দ্বিতীয় ক্যাম্পে জাতিগত সংশাপত্রের একটাও কাজ করেনি, সাধারণ মানুষ শুধু টাকা পয়সা খরচ করে,জেরক্স করে হয়রানী হয়েছে। সমস্ত কাগজপত্র বস্তা ভর্তি করে এখনও ঘরে ফেলা আছে।
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনGood information
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনDuare ration prokolper subidha paini sanhitabhaumik
উত্তরমুছুনপঞ্চায়েত এলাকার ভিড় ও হুড়োহুড়ি এড়াতে তথা আধিকারিকদের সুস্থ,সুষ্ঠভাবে তথা আবেদনকারীদের বক্তব্য শোনা,যথাযথ নির্দেশ তথা আবেদন পত্রের ভুল সংশোধন করিয়ে দেওয়া ইত্যাদি (বিশেষত কৃষিক্ষেত্রে ইং/বাংলা ভাষার,বর্ণমালা ও ব্যাকরন,অক্ষর ইত্যাদি অফিসারগণ কর্তৃক বিচার বিশ্লেষন করিয়া not at per বলিয়া বাতিল করেন তাহা বন্ধ করন নির্দেশ সহ) এর জন্য,আমার আবেদন প্রতিটি গ্রামে গ্রামে প্রয়োজন বোধে এক ও একের অধিক দিন কাম্প করিলে খুব ভালো হয়।
উত্তরমুছুনAmar baler camp
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊