শীতবস্ত্র বিতরণ ডিজাস্টার ম্যানেজমেন্ট ব্রাঞ্চের






অনুপম মোদক , সংবাদ একলব্য , দিনহাটা :



হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন।কনকনে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য অসহায় দরিদ্র মানুষের প্রয়োজন শীতবস্ত্রের। আর সেই কথা ভেবেই অসহায় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ালেন দিনহাটা ১ নং ব্লকের ডিজস্টার ম্যানেজমেন্ট ব্রাঞ্চ ।




শতাধিক অসহায় দুস্থ মানুষের হাতে কম্বল ও শীতবস্ত্র তুলে দেন দিনহাটা ১ নং ব্লকের বিডিও মদন মোহন মুর্মু মহাশয় ।

এইরকমই এক প্রশংসনীয় উদ্যোগে খুশি প্রাপক - সহায়-সম্বলহীন মানুষরা।





অসহায় দরিদ্র মানুষজনকে শৈত্যপ্রবাহের হাত থেকে বাঁচানোর জন্য কম্বল সহ শীতবস্ত্র নিয়ে তাদের পাশে দাঁড়ালেন ব্লকের বিডিও মদন মোহন মুর্মু মহাশয়, ডিজস্টার ম্যানেজমেন্ট দপ্তরের আধিকারিক সহ পঞ্চায়েত সমিতির শিশু ও নারী কর্মাদক্ষা মহাশয়া ছাড়াও অন্যান্য সম্মানীয় সদস্য বৃন্দ।




আজ মঙ্গলবার দিনহাটা ১ নং ব্লকে এই কর্মসূচির উদ্দোগ গ্রহণ করা হয়।

এলাকায় থাকা শতাধিক অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন ব্লকের বিডিও মাননীয় মদন মোহন মুর্মু মহাশয় এই বিষয়ে ব্লকের বিডিও বলেন ,‘সহায় সম্বলহীন শীতার্ত ব্যক্তিরা না পারে পেট ভরে খেতে,না পারে কোনো অসুখ হলে চিকিৎসা করাতে।শীতের রাতে শীতবস্ত্রহীন মানুষজনকে দেখা যায় যে তারা কীভাবে, কেমন করে কষ্টে রাত যাপন করছে। শীত নিবারণ করার সম্বলটুকুও যাদের নেই তাদের পাশে কম্বল ও শীতবস্ত্র দিয়ে দাঁড়ানোর চেষ্টা করি।