Latest News

6/recent/ticker-posts

Ad Code

অসহায় ব্যক্তির চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

অসহায় ব্যক্তির চিকিৎসার জন্য সাহায্যের আবেদন




ধূপগুড়ির মাগুরমারী-১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঝাড়মাগুরমারী এলাকায় অসহায় ব্যক্তির চিকিৎসার জন্য সাহায্যের আবেদন। জানা গেছে, ঐ এলাকার আফিরিউদ্দিন নামে জনৈক ব্যক্তি গত বছর হৃদ আক্রান্ত হয়ে পড়ে পরবর্তীতে তার সম্পূর্ণ শরীর প্যারালাইস হয়ে যায়। 




তার দুই ছেলে থাকলেও একজন বিশেষ অক্ষম এবং অপরজন মানসিক ভারসাম্যহীন। কোনো রকম করে দিন-মজুরি করে সংসার চালাত আফিরিউদ্দিন। এই অবস্থায় আফিরিউদ্দিনের চিকিৎসার করাতে তার স্ত্রী নায়লি খাতুন সুহৃদয় ব্যক্তি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্যের আবেদন জানিয়েছেন। 




স্বামী প্যারালাইস আক্রান্ত হওয়ার পর তার স্ত্রী বিভিন্ন জায়গায় চাঁদা তুলে চিকিৎসা করিয়েছেন। কিন্তু সম্পূর্ণ সুস্থ করতে বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হলে ৬০ থেকে ৭০ হাজার টাকার উপর প্রয়োজন। এমনকি এই পরিবারের কোনো স্বাস্থ্য সাথীর কার্ড নেই বলে জানা গেছে।




নায়লি খাতুন বলেন, অন্যের সাহায্যর উপর ভর করে দুই অক্ষম ছেলে এবং স্বামীর খাওয়া কোনোরকম করে চালাচ্ছি। স্বামীর কিছু হলে দুই অক্ষম ছেলেকে নিয়ে কোথায় যাব। নায়লি খাতুনের কাতর আবেদন, সমাজের সকল ব্যক্তি সাহায্যোর জন্য এগিয়ে আসুক। 
সাহায‍্যের আর্জি

সাহায‍্যের আর্জি - ধূপগুড়ির মাগুরমারী-১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঝাড়মাগুরমারী এলাকা

Posted by Sangbad Ekalavya on Tuesday, December 28, 2021

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code