Bank Strike: আগামী সপ্তাহেই ২ দিনের ব্যাঙ্ক ধর্মঘট, SBI সহ আরও অনেক ব্যাঙ্কেই সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা


Bank Strike





আগামী সপ্তাহেই ২ দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন ব্যাঙ্ক কর্মচারী সংগঠন। ১৬ ও ১৭ ডিসেম্বর, অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU)।


কেন্দ্রের পাবলিক সেক্টর ব্যাঙ্কের বেসরকারিকরণ করার পদক্ষেপের বিরুদ্ধেই এই ধর্মঘট।AIBOC আধিকারিকদের মতে কেন্দ্র যদি PSB-গুলিকে প্রাইভেট করে দেয়, তবে দেশের অর্থনীতি ব্যবস্থার এক বড় অংশ জোর ধাক্কা খাবে। যার প্রভাব পড়বে গ্রামীণ অর্থনীতিতে ও স্বনির্ভর গোষ্ঠীগুলিতে।

Bank Strike


প্রসঙ্গত ২০২১ সালের বাজেট বক্তৃতায়, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন যে চলতি অর্থবছরের দুটি সরকারী খাতের ব্যাঙ্ক বেসরকারীকরণ করা হবে। ইতিমধ্যে ২০১৯ সালে আইডিবিআই বেসরকারীকরণ করেছে। গত চার বছরে ১৪টি পাবলিক সেক্টর ব্যাঙ্ককে একীভূত করেছে।

Bank Strike


এই বেসরকারীকরণ রুখতেই ব্যাঙ্ক বাঁচাও, দেশ বাঁচাও (Bank Bachao Desh Bachao) স্লোগানে ধর্মঘটের ডাক (Bank Strike) দিয়েছেন কর্মীরা। এর ফলে SBI সহ আরও অনেক ব্যাঙ্কেই সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা।