ডুয়ার্সের গরুবাথানে পরিবেশ প্রেমী সংস্থা শুরু করলো ৪ দিনের প্রকৃতিপাঠ ও সারভাইভাল ক্যাম্প
সোমবার থেকে কালিম্পং জেলার গরুবাথান ব্লকের পাহাড়ি উপত্যকা ডালিম খোলায় শুরু হলো ৪দিনের প্রকৃতি পাঠ শিবির ও সারভাইভাল ক্যাম্প।
বন্যা,ভুমিকম্প সহ অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ে মানুষকে কিভাবে প্রতিকূলতা অতিক্রম করে বাচতে হয়। কিভাবে বর্ষায় নদী পারাপার করতে হয়। এসব শিক্ষা লাভ করা ও পরিত্রাণ পাওয়া যায়।সেই শিক্ষা শেখাতে অনুষ্ঠিত হয় বিভিন্ন ধরনের সারভাইভাল ক্যাম্প। পাশাপাশি প্রকৃতির গাছপালা ও পশুপাখি চেনাতে চলে প্রকৃতিপাঠ শিবির।
এসব শেখাতে মালবাজার শহরের মাউন্টেন ট্রেকার ফাউন্ডেশন নামের এক পরিবেশ প্রেমী সংস্থার উদ্যোগে শুরু হলো ৪ দিনের শিবির। এদিন সকাল ১০ টা নাগাদ মালবাজার শহরের ৯ নম্বর ওয়ার্ডের স্বামী বিবেকানন্দের মুর্তির পাদদেশ থেকে শিবিরে অংশ নেওয়া ক্যাম্পারস ও গাইডরা যাত্রা শুরু করে। তাদের যাত্রার ফ্লাগ অন করেন মাল পৌর প্রশাসক বোর্ডের সদস্য সমর কুমার দাস। সেখান সবাই পৌঁছে যায় ডালিম খোলায়। সেখানে এদিন শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গরুবাথান এলাকার বিশিষ্ট সমাজসেবী সুধন সুব্বা। উপস্থিত ছিলেন অন্যান্য মানুষ। শ্রী সুব্বা বলেন, " এজাতীয় ক্যাম্পের মাধ্যমে ছেলেমেয়েরা অনেক কিছু শিক্ষতে পারবে।
আয়োজক সংস্থার ক্যাম্প ইন চার্জ স্বরূপ মিত্র বলেন, পাহাড় থেকে সমতল কিম্বা বাড়ি থেকে বাজার যেকোন জায়গায় যেকোন সময় আমরা বিপর্যয়ের সম্মুখীন হতে পারি। সেই পরিস্থিতিতে কিভাবে বাঁচতে হবে সেই শিক্ষা দেওয়া হয় এরকম সারভাইভাল ক্যাম্পে। এর পাশাপাশি প্রকৃতি ও পরিবেশের সঙ্গে পরিচয় করানো হয়। এই ক্যাম্পে মালবাজার, তুফানগঞ্জ, মালদহ, কলকাতা সহ বিভিন্ন এলাকা থেকে ৯৬ জন ক্যাম্পারস এসেছে। এছাড়া তাদের প্রশিক্ষণ দিতে আছে ২০ জন গাইড। শিবির চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।
ডুয়ার্সের গরুবাথানে পরিবেশ প্রেমী সংস্থা শুরু করলো ৪ দিনের প্রকৃতিপাঠ ও সারভাইভাল ক্যাম্পডুয়ার্সের গরুবাথানে পরিবেশ প্রেমী সংস্থা শুরু করলো ৪ দিনের প্রকৃতিপাঠ ও সারভাইভাল ক্যাম্প
Posted by Sangbad Ekalavya on Tuesday, December 28, 2021
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊