WB SCHOOL REOPENING: ১৬ই নভেম্বর থেকে খুলছে স্কুল? জানিয়ে দিল হাইকোর্ট
১৬ই নভেম্বর থেকে রাজ্য জুড়ে ছাত্রছাত্রীরা ফের ফিরছে স্কুল কলেজে। এই ঘোষনার পরেই কার্যত খুশির ঢল নেমেছে ছাত্রছাত্রী, অভিভাবক-অভিভাবিকা ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে। স্কুল কলেজ আরম্ভ করতে উদ্যোগী হয়ে উঠেছিল শিক্ষা দপ্তর থেকে শিক্ষাকর্মীরা। এর মাঝেই আদালতে হয় মামলা। তবে যাবতীয় আইনি জট কাটিয়ে ১৬ই নভেম্বরেই খুলছে স্কুল। রাজ্য সরকারের সিদ্ধান্তকেই মান্যতা দিয়ে জানিয়ে দিল আদালতও।
১৬ই নভেম্বর স্কুল খোলার ঘোষনার পরেই রাজ্যের সিদ্ধান্তের বিরোধীতা করে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী। মামলাকারীর অভিযোগ, পরিকল্পনা ছাড়াই রাজ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খোলা হবে। এখনও পর্যন্ত ভ্যাকসিনেশন (Vaccination) হয়নি। পরিকল্পনা ছাড়া স্কুল খুললে, ছাত্র-ছাত্রীদের সংক্রমিত হওয়ার আশঙ্কা আছে। মামলাকারী আবেদন করেন, এই বিষয়ে একটি বিশেষজ্ঞ কমিটি (Expert Committee) তৈরি করে সময় কমিয়ে কীভাবে স্কুল চালু রাখা যায়, তার সুপারিশ করুক।
মামলাকারীর মামলা খারিজ করে আদালত রাজ্য সরকারের ২৯শে অক্টোবর বিজ্ঞপ্তি বহাল রেখে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খুলবে। পাশাপাশি আদালত আরো জানায় মামলাকারী সরাসরি বিজ্ঞপ্তি দ্বারা প্রভাবিত নন। নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণি পড়ুয়া বা অভিভাবক, শিক্ষক, শিক্ষাকর্মীদের এই সংক্রান্ত কোনও বিষয়ে সমস্যা থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে পারেন।
১৬ই নভেম্বর থেকে খুলছে স্কুল। রাজ্যের বিজ্ঞপ্তি অনুযায়ী, নবম ও একাদশ শ্রেণির ক্লাস হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ৩টে পর্যন্ত। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত হবে দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊