বিজেপিতে ফের ধাক্কা, এবার দল ছাড়লেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়







বিজেপিতে ফের ধাক্কা, এবার দল ছাড়লেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপিতে যোগদানের কার্যত হিড়িক পড়েছিল। বিনোদন জগতের অনেক তারকাও বিজেপিতে সামিল হয়েছিলেন। গত ১লা মার্চ কৈলাস-দিলীপের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন শ্রাবন্তী। বেহালা পশ্চিমের প্রার্থী হয়ে ভোটে হারেন শ্রাবন্তী। ভোটের পর প্রকাশ্যে বিজেপির হয়ে কোনও কর্মসূচীতে অভিনেত্রীকে দেখা যায়নি।




আজ টুইট করে বিজেপি ছাড়ার ঘোষণা দিলেন অভিনেত্রী। রাজ্যের উন্নয়নের স্বার্থে কোনও উদ্যোগ নিচ্ছে না বিজেপি অভিযোগ করেই দল ছাড়েন অভিনেত্রী শ্রাবন্তী চ‍্যাটার্জী। তিনি ট্যুইটে লিখেছেন, ‘বিজেপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলাম। রাজ্যের উন্নয়নের স্বার্থে কোনও উদ্যোগ দেখতে পাচ্ছি না বিজেপিতে।’তবে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতিতে তিনি দেননি। বিজেপির পক্ষ থেকেও এখনও কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।