school reopen



West Bengal School Reopen: দীর্ঘ অপেক্ষা শেষে পুনরায় পঠনপাঠন (school reopen) শুরু হতে যাচ্ছে বিদ্যালয়গুলিতে। ২০২০-র ২১ মার্চ করোনার কারণে বন্ধ হয় শিক্ষা প্রতিষ্ঠান। এরপর একবার নবম থেকে দ্বাদশের পঠন পাঠন শুরু করেও পুনরায় বন্ধ করতে হয়, করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য।


করোনা সংক্রমণের দুটি ঢেউ পেরিয়ে মঙ্গলবার থেকে পুরোদমে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।


একাধিক বিধি নির্দেশ (school reopen guideline) মেনে শুরু হতে চলেছে পঠন পাঠন।


  • নবম ও একাদশ শ্রেণির ক্লাস হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ৩টে পর্যন্ত। 
  • সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত হবে দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস।
  • স্কুলে ঢোকার সময় পড়ুয়াদের মধ্যে ৪-৫ ফুটের ব্যবধান রাখতে হবে
  • বিশেষ নিরাপত্তাকর্মী সেই কাজ তদারকি করবে
  • স্কুলের থেকে একজন থাকবেন, যার কাজ পড়ুয়ারা মাস্ক পরছে কিনা নিশ্চিত কিনা। স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতেও সেই ব্যক্তি তদারকি করবেন
  • স্কুলগেটে থাকবে থার্মাল গান, স্যানিটাইজার স্প্রে
  • ক্লাসরুমে দুই পড়ুয়ার মধ্যে তিন ফুটের ব্যবধান রেখে বসাতে হবে বেঞ্চ।


১৬ নভেম্বর থেকে বিদ্যালয় খোলার (school reopen) বিরুদ্ধে জনস্বার্থে মামলা দায়ের করা হয়েছিলো। কিন্তু রাজ্যের ঘোষণা মতো ১৬ নভেম্বর স্কুল খুলতে কোনও বাধা নেই বলে জানিয়েছে হাইকোর্ট। প্রধান বিচারতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে শুনানি হয়। রাজ্যের জারি করা ২৯ অক্টোবরের নির্দেশই বহাল রাখে হাইকোর্ট। আরও পড়ুনঃ West Bengal School Reopen: স্কুলের গেটে ফুল-কলম দিয়ে জানানো হবে স্বাগত 


রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আদালতে জানান নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস চললে ১৫ শতাংশ পড়ুয়া উপস্থিত থাকবে। প্রতিদিন ১০ মিনিট করে কোভিডবিধি নিয়ে সচেতন করা হবে পড়ুয়াদের। ক্লাস চালু হলে অভিভাবক, স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক সংগঠন কারও কোনও অসুবিধা হলে তারা আদালতের দ্বারস্থ হতে পারে। কোনও স্কুলের সমস্যা হলে তারা সরাসরি রাজ্য সরকারকে জানাতে পারবে।