Latest News

6/recent/ticker-posts

Ad Code

West Bengal School Reopen: স্কুলের গেটে ফুল-কলম দিয়ে জানানো হবে স্বাগত

school re open



দীর্ঘ অপেক্ষা শেষে পুনরায় পঠনপাঠন (school reopen) শুরু হতে যাচ্ছে বিদ্যালয়গুলিতে।  ২০২০-র ২১ মার্চ করোনার কারণে বন্ধ হয় শিক্ষা প্রতিষ্ঠান। এরপর একবার নবম থেকে দ্বাদশের পঠন পাঠন শুরু করেও পুনরায় বন্ধ করতে হয়, করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য।


করোনা সংক্রমণের দুটি ঢেউ পেরিয়ে মঙ্গলবার থেকে পুরোদমে স্কুল (school) খোলার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। তাই সেদিন অর্থাৎ ১৬ নভেম্বরকে স্মরণ রাখতে স্কুল গেটে পড়ুয়াদের ফুল-কলম দিয়ে স্বাগত জানাবে রাজ্য। 


এই উদ্যোগ সংক্রান্ত নির্দেশ শুক্রবার পৌঁছে গিয়েছে শিক্ষা দফতরে। তারপর থেকেই তোরজোড় শুরু হয়েছে পুরোদমে। জানা গিয়েছে, কোন স্কুল যদি ফুল-কলম দিয়ে শুভেচ্ছা জানায় তবে তার ব্যয়বহন করবে সরকার। 


প্রসঙ্গত স্কুল খোলার ঘোষণার (West Bengal School Reopen) পর থেকেই দফায় দফায় সাফাই অভিযান চলেছে স্কুল চত্বর এবং ক্লাসরুমে। একাধিক মিটিং সেড়ে নিয়েছে জেলা শিক্ষা আধিকারিকরা বিদ্যালয়ের প্রধানদের সাথে। 


একটি মন্তব্য পোস্ট করুন

5 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code