প্রকাশিত হল মাধ‍্যমিক পরীক্ষার সূচি - WB Madhyamik Exam Routine 2022

প্রকাশিত হল মাধ‍্যমিক পরীক্ষার সূচি - WB Madhyamik Exam Routine 2022


কবে হবে উচ্চ মাধ‍্যমিক পরীক্ষা? প্রস্তাব জমা পড়লো রাজ‍্যের কাছে



প্রত‍্যাশামতো আজ সোমবার প্রকাশিত হল মাধ‍্যমিক পরীক্ষার সূচি। গত বছর করোনার জেরে বাতিল হয়ে যায় মাধ‍্যমিক ও উচ্চ মাধ‍্যমিক পরীক্ষা। এরপর বিকল্প পদ্ধতিতে হয় মূল‍্যায়ন। হয় ফল প্রকাশ কিন্তু সেসময় জানানো হয়নি এবছরের মাধ‍্যমিক পরীক্ষার সূচি। ইতিমধ‍্যে, এবছর ও সারা বছর স্কুল বন্ধ থাকায় সিলেবাস কমিয়ে দিয়েছে বোর্ড। এবার আজ সূচি ঘোষনা করা হল।



সূচি অনুযায়ী :

৭ মার্চ ২০২২: প্রথম ভাষা

৮ মার্চ ২০২২:  দ্বিতীয় ভাষার 

৯ মার্চ ২০২২: ভূগোল 

১১ মার্চ ২০২২: ইতিহাস

১২ মার্চ ২০২২: জীবনবিজ্ঞান 

১৪ মার্চ ২০২২: অঙ্ক 

১৫ মার্চ  ২০২২: ভৌতবিজ্ঞান

১৬ মার্চ ২০২২: ঐচ্ছিক বিষয়




কোভিড বিধি মেনে মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্র বাড়বে। তবে সবকিছুই নির্ভর করবে করোনা পরিস্থিতির ওপর। ডিসেম্বরের শেষদিকে টেস্ট পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হতে পারে বলে জানা গেছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ

thanks