প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার সূচি - WB Madhyamik Exam Routine 2022
প্রত্যাশামতো আজ সোমবার প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার সূচি। গত বছর করোনার জেরে বাতিল হয়ে যায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এরপর বিকল্প পদ্ধতিতে হয় মূল্যায়ন। হয় ফল প্রকাশ কিন্তু সেসময় জানানো হয়নি এবছরের মাধ্যমিক পরীক্ষার সূচি। ইতিমধ্যে, এবছর ও সারা বছর স্কুল বন্ধ থাকায় সিলেবাস কমিয়ে দিয়েছে বোর্ড। এবার আজ সূচি ঘোষনা করা হল।
সূচি অনুযায়ী :
৭ মার্চ ২০২২: প্রথম ভাষা
৮ মার্চ ২০২২: দ্বিতীয় ভাষার
৯ মার্চ ২০২২: ভূগোল
১১ মার্চ ২০২২: ইতিহাস
১২ মার্চ ২০২২: জীবনবিজ্ঞান
১৪ মার্চ ২০২২: অঙ্ক
১৫ মার্চ ২০২২: ভৌতবিজ্ঞান
১৬ মার্চ ২০২২: ঐচ্ছিক বিষয়
কোভিড বিধি মেনে মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্র বাড়বে। তবে সবকিছুই নির্ভর করবে করোনা পরিস্থিতির ওপর। ডিসেম্বরের শেষদিকে টেস্ট পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হতে পারে বলে জানা গেছে।
4 মন্তব্যসমূহ
খুবই গুরুত্বপূর্ণ খবর
উত্তরমুছুনvlo khbar
উত্তরমুছুনVlo khobor
উত্তরমুছুনblo khabar
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊