আন্তর্জাতিক পুরষ্কারে সম্মানিত হল রাজ‍্যের শিক্ষা দপ্তর ও আরো ৩টি ক্ষেত্র




করোনার ভয়াল প্রকোপের কারণে দীর্ঘদিন যাবৎ বন্ধ রাজ‍্যের স্কুল-কলেজ‍। এর মাঝেও আন্তর্জাতিক পুরষ্কারে সম্মানিত হল রাজ‍্য শিক্ষা দপ্তর।



করোনাকালে স্কুল বন্ধ থাকলেও পড়াশুনার অবনতি হয়নি বরং মান উন্নয়ন হয়েছে আর তারই স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক 'স্কচ' পুরষ্কার জিতল রাজ‍্য।



স্কুল বন্ধ থাকলেও বন্ধ থাকেনি মিড-ডে-মিল। এদিকে দেশের প্রথম সারির প্রতিষ্ঠানগুলিকেও টেক্কা দিচ্ছে রাজ‍্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি।



শিক্ষা বাদেও এবার পর্যটন বিভাগেও স্কচ গোল্ডেন পুরস্কার পেয়েছে রাজ্য। তাছাড়া কোভিড মোকাবিলা এবং জনপরিষেবায় দুর্দান্ত কাজের সুবাদেও স্কচ গোল্ডেন পুরস্কার জিতেছে রাজ্য।



পাশাপাশি করোনা কালে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা খুব ভালো কাজ করার স্বীকৃতি হিসেবে স্কচ পুরস্কার জিতেছে।