'বিজেপির ঘাড় থেকে ভূত নামল', কটাক্ষ তথাগতর






অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিজেপি ছাড়ার ঘোষণার পরেই কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপি নেতা তথাগত রায়।


প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপি নেতা তথাগত রায় বলেছেন, বিজেপির ঘাড় থেকে একটা ভূত নামল। এজন্য বিজেপির কালীঘাটে পুজো দেওয়া উচিত। তিনি যে এতদিন দলে ছিলেন, সেটাই তো জানতাম না।


তথাগতর তীর্যক মন্তব্য, তিনি যে রাজ্যের উন্নয়নের জন্য তিনি এত গভীরভাবে চিন্তা করেন, তা জানতে পেরে আমি অভিভূত।


তথাগত রায়ের আরও কটাক্ষ, গরিবের কথা বাসি হলে মিষ্টি হয়।


বিধানসভা নির্বাচনে তারকাদের বিজেপির প্রার্থী করা নিয়ে প্রথম থেকেই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছিলেন তথাগত রায়।তারকা প্রার্থীদের কড়া ভাষায় আক্রমণ করেছিলেন তিনি। ভোটে দলের বিপর্যয়ের পর ট্যুইট করে দলীয় নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ করেছিলে তিনি।এই প্রার্থীদের 'নগরীর নটী' বলেও সম্বোধন করেন।