পদত‍্যাগ টুইটার সিইও-র, নতুন সিইও ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল





পদত‍্যাগ কররেন মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটারের সিইও জ্যাক ডরসি। আর তার জায়গায় নতুন দায়িত্ব পেলেন ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল। নিজের পদত‍্যাগপত্র টুইট করে একথা নিজেই জানিয়েছেন ডরসি।




২০১৫ থেকে এই দায়িত্ব সামলে আসছেন ডরসি। এই খবর প্রকাশ‍্যে এনেছে CNCB -ও। ট্যুইটার ও স্কোয়ার (ডিজিটাল পেমেন্ট সংস্থা)-র সিইও পদ সামলাচ্ছিলেন ডরসি।




এদিকে নতুন দায়িত্ব পেলেন ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল। পদ ছাড়লেও ২০২২ পর্যন্ত কাজের মেয়াদ অনুযায়ী টুইটারের বোর্ডে থাকবেন ডরসি এমনটাই জানানো হয়েছে টুইটারের তরফে।




পরাগের অতীত বলছে, IIT Bombay থেকে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক করেছিলেন তিনি।পরবর্তীকালে পিএইচডি করেন আমেরিকার স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটি থেকে। ২০১১সালে চিফ টেকনোলজি অফিসার হিসেবে নিয়োগের পর ২০১৭ পর্যন্ত এই দায়িত্বেই ছিলেন পরাগ। এরপর টুইটারের একাধিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করেন পরাগ।