Latest News

6/recent/ticker-posts

Ad Code

সবে তো শুরু, এবার আসল খেলা হবে-ত্রিপুরার ফলের পর অভিষেক

সবে তো শুরু, এবার আসল খেলা হবে-ত্রিপুরার ফলের পর অভিষেক



Abhishek Banerjee




ত্রিপুরা পুরভোটে ভালো ফল করেছে ক্ষমতাসীন দল বিজেপি। ৩৩৪টি ওয়ার্ডের মধ্যে ৩২৯ টিতেই জয়ী বিজেপি। এদিকে আমবাসায় একটি আসন পেয়ে খাতা খুলেছে তৃণমূল। বামকে ছাপিয়ে দ্বিতীয় স্থানও দখল করেছে তৃণমূল। আর তারপরেই টুইট করে ত্রিপুরার ফলাফল নিয়ে প্রতিক্রিয়া দেন অভিষেক বন্দোপাধ‍্যায়।




সবে তো শুরু, এবার আসল খেলা হবে। তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া, স্বচ্ছ নির্বাচন হলে আরও ভাল ফল হতো। এমনটাই বার্তা দিলেন অভিষেক।




অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে লেখেন, ”তিনমাস ধরে যেভাবে ত্রিপুরায় তৃণমূলের উপর অত্যাচার চালিয়েছে বিজেপি, তারপরও এই ফলাফল ব্যতিক্রমী। ২০ শতাংশ ভোট বড় প্রাপ্তি। আমাদের সৈনিকরা যে সাহসিকতা নিয়ে লড়াই করেছেন, তার জন্য তাঁদের সবাইকে অভিনন্দন!”



এরপর তিনি বাংলায় লেখেন – সবে তো শুরু, এবার আসল খেলা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code