ত্রিপুরার ফলাফলকে ‘নিঃশব্দ বিপ্লব’ বলে ব্যাখ্যা কুণাল ঘোষের





ত্রিপুরা পুরভোটে ভালো ফল করেছে ক্ষমতাসীন দল বিজেপি। ৩৩৪টি ওয়ার্ডের মধ্যে ৩২৯ টিতেই জয়ী বিজেপি। এদিকে আমবাসায় একটি আসন পেয়ে খাতা খুলেছে তৃণমূল। বামকে ছাপিয়ে দ্বিতীয় স্থানও দখল করেছে তৃণমূল। আর তারপরেই টুইট করে ত্রিপুরার ফলাফলকে ‘নিঃশব্দ বিপ্লব’ বলে ব‍্যাখ‍্যা করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।




কুণাল ঘোষের দাবি তৃণমূল ২০ শতাংশ ভোট পেয়েছে। কোথাও কোথাও এর চেয়ে বেশি ভোটও এসেছে ঘাসফুল শিবিরের ঝুলিতে। ত্রিপুরার ফলাফলকে তিনি ‘নিঃশব্দ বিপ্লব’ বলে ব্যাখ্যা করেছেন।




টুইট করে কুণাল ঘোষ জানান, ত্রিপুরা: @abhishekaitc র বলা 'নিঃশব্দ বিপ্লব' কাজ করছে।

দু মাসের সংগঠন @AITCofficial র।

ওদের হামলা, মামলা,144 ধারা, ছাপ্পা।

তাতেও দুমাসেই আমরা +/- 20% ভোট।

সব তথ্য আসছে।

অবাধ ভোট হলে বিজেপি থাকত না।

আমরা উৎসাহিত।

মানুষ সাড়া দিচ্ছেন। ধন্যবাদ।

পরের কাজ শুরু।

2023 আমাদের।"