ধ্বনি ভোটে পাশ কৃষি আইন প্রত‍্যাহার বিল





আজ সংসদের শীতকালীন অধিবেশনের প্রথমদিনেই প্রত‍্যাশামতো সংসদে কৃষি আইন প্রত‍্যাহার বিল পাশ হয়ে গেল। তুমুল হইচইয়ের মাঝেই সংসদের নিম্নকক্ষে আলোচনা ছাড়াই পাস হল কৃষি আইন প্রত্যাহার বিল।



আজ অধিবেশনের প্রথম দিনেই কেন্দ্রের তরফে বিল পেশ করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। কৃষি আইন নিয়ে কেন্দ্র পিছু হটলেও শীতকালীন অধিবেশনের প্রথম দিনেও সংসদকে উত্তপ্ত করলো বিরোধীরা। 



এর আগেই আন্দোলনের জেরে মৃত কৃষকদের তালিকা তৈরি ও মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে লোকসভায় আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব আনে কংগ্রেস। পরিস্থিতির গুরুত্ব বিচার করে বিজেপি ও কংগ্রেসের তরফে হুইপ জারি করে লোকসভা ও রাজ্যসভার সাংসদদের উপস্থিত থাকতে বলা হয়েছিল। অধিবেশন চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।