বড়দিনে আসছে সুপারস্টার দেব অভিনীত 'টনিক', দেখুন ট্রেলার

Tonic




বড়দিনে আসছে সুপারস্টার দেব অভিনীত 'টনিক'। কথা মতো ২৪ নভেম্বরদেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স 'টনিক'-এর প্রথম ডোজের ব্যবস্থা করেছে।



মুখ্য চরিত্রে অভিনয় করবেন দেব, পরাণ বন্দ্যোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া। পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিজিৎ সেন। প্রযোজনা করছেন বেঙ্গল টকিজ, সহ প্রযোজনা করছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। সঙ্গীত পরিচালনা করছেন জিৎ গঙ্গোপাধ্যায়।



শীতে মুক্তি পাবে জানা গিয়েছিল আগেই। গত ১৫ নভেম্বর সকালে নিজের সোশ্যাল মিডিয়ায় 'টনিক'-এর মুক্তির তারিখ ঘোষণা করেন দেব। এই ছবিতে সুজন মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী এবং কনীনিকা বন্দোপাধ্যায়ও অভিনয় করেছেন।