রাজ্যে স্টাফ নার্স নিয়োগে আবেদনের সময়সীমা বাড়াল WBHRB Recruitment Board 

ANM & GNM

রাজ্যে স্টাফ নার্স নিয়োগের ক্ষেত্রে সময় সীমা বাড়াল West Bengal Health Recruitment Board। ৬ হাজারেরও বেশি শুন্যপদে আবেদনের শেষ সময়সীমা ছিল ১৮ই নভেম্বর। সেই সীমা বাড়িয়ে ৩০শে নভেম্বর পর্যন্ত করা হল। 


সাময়িকভাবে ৬১১৪টি স্টাফ নার্স পদে চুক্তির ভিত্তিতে নিয়োগ করবে রাজ্য স্বাস্থ্য মন্ত্রক।যদিও পরবর্তীকালে এই চাকরি স্থায়ী হওয়ার একটা সুযোগ রয়েছে। এই বিষয়ে বিশদে জানতে রাজ্যে স্বাস্থ্য বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে দেখতে হবে।


শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা সম্পর্কে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের West Bengal Health Recruitment Board (WBHRB)-এর অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে- http://www.wbhrb.in


শিক্ষাগত যোগ্যতা- জেনারেল নার্সিং, মিডওয়াইফারি কোর্স পাস অথবা বিএসসি নার্সিং। West Bengal Nursing Council-এর রেজিস্ট্রেশন থাকতে হবে চাকরিপ্রার্থীর। বাংলা অথবা নেপালি বলার ও লেখার ক্ষমতা থাকতে হবে।


বয়স সীমা- ২১-৩৯ বছরের কোনও ব্যক্তি এই পদে আবেদন করতে পারবেন ।