তিন বছরের শিশু বাচ্চা নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য কিশামত দশগ্রামের রানিরহাট এলাকায়

শিশু বাচ্চা নিখোঁজ



ঘটনার বিবরণে জানা বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ দিনহাটা 2 নম্বর ব্লকের কিশামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের রানীর হাট এলাকার সাড়ে তিন বছরের শিশু গনেশ দাস বাড়ি থেকেই নিখোঁজ হয়। 

এরপর পরিবারের লোকজন সহ তার পিতা পূর্ণ দাস অনেক খোঁজাখুঁজির পরেও তার ছেলেকে খুঁজে না পাওয়ায় বুধবার রাতে প্রশাসনের দ্বারস্থ হয়। পরিবারের সদস্যরা জানান গতকাল থেকে তাদের সাড়ে তিন বছরের ছেলে গনেশ দাস নিখোঁজ রয়েছে। তারা জানেন না তাদের ছেলে বাড়ির পার্শ্ববর্তী নদীতে ডুবে গিয়েছে কিংবা কেউ বাড়ি থেকে নিয়ে গিয়েছে কিনা তারা বলতে পারছেন না। 

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। ইতিমধ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা থেকে সাহেবগঞ্জ পুলিশ প্রশাসন এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে বাড়ির পার্শ্ববর্তী বানিয়াবহ নদীতে ডুবুরি নামানো হয়েছে।