ব্যাটে- বলে বাজিমাত টিম ইন্ডিয়ার, আফগানিস্তানের বিরুদ্ধে বিরাট জয়
আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড় গড়ে বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।এদিন টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। এদিন ব্যাট করতে নেমেই আগ্রাসী ব্যাটিং উপহার দিল টিম ইন্ডিয়া। লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে এদিন ওপেন করতে নামেন রোহিত শর্মা। ওপেনিং জুটি ভাঙতেই ১৪ ওভার ৪ বল খরচ করতে হয়েছে আফগানিস্তানকে। আর এই সময়েই ১৪০ রানের পার্টনারশিপ গড়ে রাহুল-রোহিত। ৮টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৭৪ রান করে করিম জানাতের বলে মহম্মদ নবির হাতে ধরা পড়েন রোহিত শর্মা। ১৬.৩ ওভারে গুলবদিন নায়েবের বলে ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৮ বলে ৬৯ রান করে বোল্ড হন রাহুল। ১৪৭ রানের মাথায় রাহুলকে হারায় ভারত।
বাকি ম্যাচ এগিয়ে নিয়ে যান পন্থ ও হার্দিক। ভারত নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ২১০ রান তুলেছে। পন্ত ১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৩ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন। পান্ডিয়া ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৩ বলে ৩৫ রান করে নট-আউট থাকেন। জয়ের জন্য আফগানিস্তানের দরকার ২১১ রান।
আফগানিস্তান ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৪৪ রানে আটকে যায়। ৬৬ রানের বড় ব্যবধানে জয় তুলে নিল টিম ইন্ডিয়া।আফগানিস্তানের হয়ে ওপেন করতে নামেন হজরতউল্লাহ জাজাই ও মহম্মদ শেহজাদ। আফগানিস্তান ১৩ রানে ১ উইকেট হারায়। খালি হাতে ফেরেন মহম্মদ শেহজাদ।৩.১ ওভারে বুমরাহর বলে শার্দুলের হাতে ধরা পড়েন হজরতউল্লাহ জাজাই। সুতরাং, পরপর ২ বলে দুই ওপেনারের উইকেট হারায় আফগানিস্তান। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৫ বলে ১৩ রান করে ক্রিজ ছাড়েন জাজাই। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০ বলে ১৯ রান করে জাদেজার বলে পান্ডিয়ার হাতে ধরা পড়েন রহমানুল্লাহ গুরবাজ। ৯.৩ ওভারে অশ্বিনের বলে এলবিডব্লিউ হন গুলবদিন নায়েব। ৩টি বাউন্ডারির সাহায্যে ২০ বলে ১৮ রান করে মাঠ ছাড়েন নায়েব। ১টি ছক্কার সাহায্যে ১৩ বলে ১১ রান করে অশ্বিনের বলে বোল্ড হন নাজিবুল্লাহ।৪ ওভারে মাত্র ১৪ রান খরচ করে ২টি উইকেট দখল করেন অশ্বিন। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩২ বলে ৩৫ রান করে শামির বলে জাদেজার হাতে ধরা পড়েন মহম্মদ নবি। শামির বলে পান্ডিয়ার হাতে ধরা পড়েন রশিদ খান। করিম জানাত ২২ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন। আশরাফ নট-আউট থাকেন ২ রান করে। শামি ৪ ওভারে ৩২ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। হার্দিক ২ ওভারে ২৩ রান খরচ করেছেন। কোনও উইকেট পাননি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊