মৃৎশিল্পকে বাঁচানোর আহ্বান অগ্নিমিত্রা পালের


অগ্নিমিত্রা পাল




রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: আজ কালী পূজা। আলোর মালায় ঝলমল করবে গোটা দেশ। কিন্তু এতো কিছুর মাঝেও সেই অন্ধকারেই পরে রয়েছে রাজ্যের মৃৎশিল্পীরা। এলইডি (Led Light) আলোর জৌলুষে কমেছে মাটির প্রদীপের চাহিদা।

বুধবার আসানসোলে কুমোর পাড়ায় গিয়ে প্রাচীন মৃৎশিল্পকে বাঁচানোর আহ্বান জানালেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। এদিন তিনি আসানসোলের শিমুলিয়া গ্রামে কুমোরপাড়ায় যায় তিনি এবং মাটির প্রদীপ হাতে নিয়ে তাতে রঙও করেন।

পাশাপাশি ওই এলাকার ছাত্র-ছাত্রীদের হাতে দীপাবলির উপহার স্বরূপ তুলে দেয় খাতা, পেন সহ অন্যান্য শিক্ষা সামগ্রী।

আর এবিষয়েই এদিন অগ্নিমিত্রা পাল বলেন ওই অঞ্চলে প্রচুর কুমোর বাস করে। একসময় মৃৎ শিল্পের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে মাত্র একজন এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। পরবর্তী প্রজন্ম আর উৎসাহিত বোধ করেনা এই শিল্পে নতুন করে আসতে। সেই কারণেই মানুষজনের কাছে তিনি আহ্বান জানান যে মাটির প্রদীপ কিনুন এবং মাটির জিনিসপত্র কিনুন তাতে বাংলার এই প্রাচীন মৃৎশিল্প বেঁচে থাকবে।