INDIAN TEAM HEAD COACH: ভারতীয় টিমে নতুন প্রধান কোচে সিলমোহর দিল BCCI, কোচ হলেন দ্য ওয়াল
ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ হলে দ্য ওয়াল রাহুল দ্রাবিড়। প্রত্যাশামতোই বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে প্রধান কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের নাম ঘোষনা করা হল।
চলতি টি-২০ বিশ্বকাপের পর রবি শাস্ত্রীর সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি শেষ আর তারপরে খালি পদ পূরণের জন্য রাহুল দ্রাবিড়কেই নিযুক্ত করেছে বোর্ড।
"সুলক্ষনা নায়েক এবং আরপি সিংকে নিয়ে গঠিত ক্রিকেট উপদেষ্টা কমিটি সর্বসম্মতিক্রমে রাহুল দ্রাবিড়কে ভারতীয় পুরুষ সিনিয়র ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করেছেন," বিসিসিআই একটি মিডিয়া রিলিজে জানিয়েছে।
জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান হিসেবে কর্মরত দ্রাবিড়কে ভারতে 2023 সালের 50-ওভারের বিশ্বকাপ পর্যন্ত দুই বছরের জন্য নিযুক্ত করা হয়েছে।
১৭ই নভেম্বর আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকে টিম ইন্ডিয়ার দায়িত্ব কাঁধে নেবেন প্রাক্তন ক্যাপ্টেন তথা টেস্ট ক্রিকেটের দ্য ওয়াল নামে পরিচিত রাহুল দ্রাবিড়।
তার বেতন হবে 10 কোটি টাকার মধ্যে, যা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে কোনো কোচের জন্য সর্বোচ্চ।
বোর্ডের তরফে বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয় যে, আরপি সিং ও সুলক্ষণা নায়েকের ক্রিকেট উপদেষ্টা কমিটি সর্বসম্মতিক্রমে রাহুল দ্রাবিড়কে ভরতের পরবর্তী হেড কোচ বেছে নিয়েছে। দ্রাবিড় ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ থেকে টিম ইন্ডিয়ার দায়িত্ব নেবেন। যদিও দ্রাবিড়ের অধীনে ভারতের নতুন ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচের নাম এখনও ঘোষণা করেনি বিসিসিআই।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊