Discovery of 4 and a half thousand year old Sun Temple in Egypt
কালের বিবর্তনে হারিয়ে যাওয়া সাড়ে চার হাজার বছরের পুরোনো একটি সূর্য মন্দিরের সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদেরা। ঘটনাটি মিসরের। মিসরের রাজধানী কায়রোর দক্ষিণে আবু গোরাবের পুরাকীর্তিসমৃদ্ধ একটি এলাকায় সূর্য মন্দিরটির সন্ধান পান প্রত্নতত্ত্ববিদেরা। এটি খ্রিস্টপূর্ব ২৫ শতকের বলে ধারণা করা হচ্ছে।
মিসরের প্রাচীন শাসকদের (ফারাও) নির্মিত সূর্য মন্দির এটি। মনে করা হচ্ছে মিসরের প্রাচীন শাসকেরা মাত্র ছয়টি সূর্য মন্দির নির্মাণ করেন। এগুলোর বয়স সাড়ে চার হাজার বছর। এই সূর্য মন্দিরগুলোর মধ্যে এখন পর্যন্ত মাত্র দুটির সন্ধান পাওয়া গেছে।
মন্দিরের ভেতর বিশাল উঠানের মতো খালি জায়গা রয়েছে। এ ছাড়া ভেতরে রয়েছে বিশাল লম্বা একটি স্তম্ভ। সেখানেই মিলিত হয়ে সূর্যের আরাধনা করা হতো।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊