আগরতলা দখলে তৃণমূলের অস্ত্র নবরত্ন
আগামী ২৫ নভেম্বর আগরতলায় পুরসভা নির্বাচন৷ তার আগে ইস্তেহার প্রকাশ অল ইন্ডিয়া তৃনমূল কংগ্রেস। তৃণমূলের ইস্তেহার প্রকাশ করেন সাংসদ সুখেন্দুশেখর রায়, অর্পিতা ঘোষ, ইন্দ্রনীল সেন, সোহম চক্রবর্তীরা৷ আগরতলা পুরসভার নির্বাচনের জন্য তৃণমূলের পক্ষ থেকে ইস্তেহার প্রকাশ করা হয় তার নাম দেওয়া হয়েছে নবরত্ন। এক কথায় নবরত্নকে হাতিয়ার করেই আগরতলা দখলের লক্ষ্য এখন তৃণমূলের।
ইস্তেহারে:
রাস্তাঘাট উন্নত করা৷
ঘরে ঘরে পরিস্রুত পানীয় জল সরবরাহ করা৷
আগরতলার ৯টি পুর বাজারের মানোন্নয়ন৷
আগরতলার চার জায়গায় বিনামূল্যে ওয়াইফাই পরিষেবার ব্যবস্থা করা৷
সাধারণ মানুষের উপর থেকে কমানো হবে করের বোঝা৷
আগরতলার শ্মশানে দু'টি গ্যাস চালিত চুল্লির বদলে বৈদ্যুতিন চুল্লির ব্যবস্থা করা হবে৷
প্রতিটি রাস্তায় ৩০০ মিটার অন্তর আলোর ব্যবস্থা করা৷ তিরিশটি প্রধান মোড়ে উচ্চ বাতিস্তম্ভ বসানো হবে৷
গোটা শহরে টহল দেওয়ার জন্য পাঁচটি ডেডিকেটেড ভ্যান৷
নারী নিরাপত্তায় চালু করা হবে মহিলা চালিত পিঙ্ক ট্যাক্সি এবং পিঙ্ক অটো৷
জন অভিযোগের নিষ্পত্তির ব্যবস্থা৷ কলকাতার মতোই নিজেদের অভিযোগ, সমস্যা নিয়ে সরাসরি মেয়রের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন আগরতলার মানুষ৷
এ দিন ইস্তেহার প্রকাশ করতে গিয়ে বার বারই তৃণমূল আমলে গত এগারো বছরে কলকাতার উন্নয়নের কথা তুলে ধরেছেন তৃণমূল নেতারা৷
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊