ভারতীয় ক্রিকেটের এলিট লিস্টে জায়গা করে নিলেন শ্রেয়স

Shreyas




ভারতীয় ক্রিকেটের এলিট লিস্টে জায়গা করে নিলেন শ্রেয়স। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে নেমেছেন শ্রেয়স। আর অভিষেক টেস্টেই রেকর্ড গড়ে ভারতীয় ক্রিকেটের এলিট লিস্টে জায়গা করে নিলেন তিনি। টেস্ট অভিষেকেই শতরান করলেন তিনি।



১৬তম ভারতীয় ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টেই সেঞ্চুরি করলেন শ্রেয়স।

শ্রেয়স ১৩ নম্বর ভারতীয় ক্রিকেটার, যিনি অভিষেক টেস্ট ইনিংসেই সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেন।

১০ নম্বর ভারতীয় ক্রিকেটার হিসেবে দেশের মাটিতে টেস্ট অভিষেকে শতরান করেন শ্রেয়স।

দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে কানপুরে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করলেন আইয়ার।



দেশের মাটিতে অভিষেকেই টেস্ট সেঞ্চুরি করা ভারতীয়রা:-

১. লালা অমরনাথ: বনাম ইংল্যান্ড (মুম্বই)

২. দীপক শোধন: বনাম পাকিস্তান (কলকাতা)

৩. কৃপাল সিং: বনাম নিউজিল্যান্ড (হায়দরাবাদ)

৪. হনুমন্ত সিং: বনাম ইংল্যান্ড (দিল্লি)

৫. গুন্ডাপ্পা বিশ্বনাথ: বনাম অস্ট্রেলিয়া (কানপুর)

৬. মহম্মদ আজহারউদ্দিন: বনাম ইংল্যান্ড (কলকাতা)

৭. শিখর ধাওয়ান: বনাম অস্ট্রেলিয়া (মোহালি)

৮. রোহিত শর্মা: বনাম ওয়েস্ট ইন্ডিজ (কলকাতা)

৯. পৃথ্বী শ: বনাম ওয়েস্ট ইন্ডিজ (রাজকোট)

১০. শ্রেয়স আইয়ার: বনাম নিউজিল্যান্ড (কানপুর)