স্বাস্থ্য সাথী কার্ডের টাকা ফুরিয়ে গেলে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা কি হবে?


স্বাস্থ্যসাথী



Swasthya Sathi Card র টাকা ফুরিয়ে গেলে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা কি হবে? সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গেলে বাধ্যতামূলক হয়েছে স্বাস্থ্য সাথী কার্ড। এই কার্ডের মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে পারবেন রোগীরা। কিন্তু ৫ লক্ষ টাকা শেষ হয়ে গেলে তখন সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা কি হবে? এই প্রশ্নের উত্তর দিয়ে দিল রাজ্য।




রাজ্যের স্বাস্থ্য আধিকর্তা জানালেন, কার্ডের টাকা ফুরিয়ে গেলেও, বিনামূল্যে চিকিৎসা মিলবে সরকারি হাসপাতালে। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী বলেছেন, 'স্বাস্থ্যসাথী কার্ডে টাকা ফুরিয়ে গেলেও মানুষ সরকারি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা পাবেন। সরকারি হাসপাতালে ভর্তি হতে গেলে, টাকা আছে কি নেই, সেটা বড় কথা নয়।'

join our telegram channel - Join 

২৬ অক্টোবর  রাজ্যের স্বাস্থ্য দফতর নির্দেশিকা জারি করে জানায়, সরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করাতে গেলে স্বাস্থ্যসাথী। আরও বলা হয়েছে, রাজ্য সরকারের স্বাস্থ্য প্রকল্প, কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্প কিংবা ESI কার্ড থাকা বাধ্যতামূলক। যদি না থাকে, তবে সরকারি হাসপাতালেই স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করে দেওয়া হবে। শুধু ভর্তি হয়ে চিকিৎসা নয়, সরকারি হাসপাতালে PPP মডেলে তৈরি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা করাতে গেলেও, স্বাস্থ্যসাথী কার্ড থাকা বাধ্যতামূলক।



পাশাপাশি, স্বাস্থ্য অধিকর্তার দাবি, স্বাস্থ্যসাথী পরিষেবা সংক্রান্ত তথ্য ভাণ্ডার গড়ে তুলতেই সরকারি হাসপাতালে ওই কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।